দূর্গাপূজা আসতে আর বেশি দেরী নেই। আর দূর্গাপূজা শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকেই। ফলে মহালয়াও আসতে দেরী নেই, সেটা বোঝায় যাচ্ছে, টেলিভিশনের পর্দায় মহালয়ার (Mahalaya) প্রোমো ভিডিও দেখে। যা দেখে পূজো পূজো অনুভব হচ্ছে মানুষের মনে। এই যে মহালয়ার দিন থেকেই যে দূর্গাপূজা শুরু হয়ে যায়, এই ভাবনাটা নতুন নয়।
অনেক কাল আগে থেকেই চলে আসছে। যখন রেডিওতে মানুষ মহালয়া শুনত, সেই সময় থেকেই এটি চলে আসছে। বর্তমানে এখনও কিছু মানুষ রেডিও শোনেন। অনেকে এখন থেকেই প্রহর গুনছে কবে আসবে মহালয়া। তবে বর্তমান প্রজন্ম এখন টিভিতেই শোনেন মহালয়া। তাই তারা টিভির প্রোমো ভিডিও দেখে দিন গুনছে কবে আসবে ৭ আশ্বিন। আর এই বাড়ে মহালয়ায় বিশেষ রূপে পর্দায় আসছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।
আসলে সময় পাল্টাচ্ছে, যুগও পাল্টাচ্ছে। তাই মানুষ আধুনিক হচ্ছে। এই আধুনিকতা ধরা পড়ছে সব ক্ষেত্রেই। তাই মহালয়ার কাহিনীতেও ধরা পড়ছে আধুনিকতা। কালার্স বাংলার পর্দায় আসছে যে মহালয়া, সেই মহালয়াতে দেখা যাবে দেবী দূর্গার দশরূপ। প্রত্যেকটি রূপের কাহিনী বর্ণনা। আগেকার সময়ে কী হত? মহিষাসুরমর্দিনী মানে, দেবী দূর্গার সৃষ্টি, মহিষাসুর বধ এবং পূজার প্রচলন। সময়ের চাহিদায় এখন কাহিনী ভিন্ন।
এই কালার্স বাংলার মহিষাসুরমর্দিনীতে দেবীর দশরূপের মধ্যে মাতঙ্গী রূপে দেখা যাবে ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma)। ক্যান্সারকে জয় করে যে সে আবার পর্দায় ফিরে এসেছে এটা দেখেই সবাই আপ্লুত, বেশ খুশি। অভিনেত্রী সম্প্রতি একটি ওয়েব সিরিজেরও শ্যুটিং সেরে নিয়েছেন, রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh) পরিচালিত ‘ভাগাড়’ ওয়েব সিরিজ। যা মুক্তি পাবে ‘ক্লিক’-এ।
View this post on Instagram
উল্লেখ্য, দেবীর দশমহাবিদ্যায় দেবী দূর্গার রূপে দেখা মিলবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। দেবী কমলার রূপে ডোনা ভৌমিক। দেবী বগোলার রূপে তিতিক্ষা দাস। দেবী ভুবনেশ্বরীর রূপে অদ্রিজা রায়। দেবী ত্রিপুরাসুন্দরীর রূপে দেবলীনা দত্ত। দেবী ভৈরবীর রূপে রিমঝিম মিত্র । দেবী কালীর রূপে শ্রুতি দাস। দেবী চিন্নামস্তার রূপে দেবাদৃতা বসু। মা তারার রূপে সংঘমিত্রা তালুকদার। দেবী ধুমাবতী রূপে সৈরিতি বন্দ্যোপাধ্যায়।