TRP-তালিকায় বড়ো চমক! গাঁটছড়াকে পিছনে ফেলে এগিয়ে গেলো গৌরী, আবারও টপার মিঠাইরানী

বর্তমানে ধারাবাহিক গুলি সম্পূর্ণ টিআরপি নির্ভর। টিআরপিই শেষ কথা ধারাবাহিকে। প্রতি সপ্তাহে এই একটা দিনের অপেক্ষায় তাই সকলেই বসে থাকেন। কোন ধারাবাহিক ভালো ফলাফল করল

Nandini

bengali serial top 10 trp list on 16th june

বর্তমানে ধারাবাহিক গুলি সম্পূর্ণ টিআরপি নির্ভর। টিআরপিই শেষ কথা ধারাবাহিকে। প্রতি সপ্তাহে এই একটা দিনের অপেক্ষায় তাই সকলেই বসে থাকেন। কোন ধারাবাহিক ভালো ফলাফল করল আর কোন ধারাবাহিক করল না। কারণ বিগত কয়েকদিনে খারাপ টিআরপির কারণে অনেক ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছে। ধারাবাহিক দর্শকের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। একদিন প্রিয় ধারাবাহিক দেখতে না পেলে দর্শকের ঠিক মন স্থির হয়না যেন।

এই সপ্তাহের টিআরপি দর্শকদের জন্য নিয়ে এসেছে বিশেষ চমক। সেরা হওয়ার লড়াইয়ে সকলকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে গৌরী। ফড়িংও নেহাত পিছিয়ে নেই। গাঁটছড়া এখনও পারেনি বিশেষ উপরের দিকে উঠতে। এই সপ্তাহ পর থেকে আর দর্শকের প্রিয় মন ফাগুন থাকবেনা টিআরপি তালিকায় (TRP List)। তাই চলুন দেখে নেওয়া যাক টিআরপির লড়াইয়ে কে কোন স্থান জয় করলো।

bengali serial top 10 trp list on 16th june

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকা (Bengali Serial Top 10 TRP List)

মিঠাই – ৮.৩ (প্রথম)
গৌরী এলো – ৭.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৭.৫ (তৃতীয়)
গাঁটছড়া – ৭.৪
লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.১
ধূলোকনা – ৬.৭
উমা – ৬.৪
মন ফাগুন / অনুরাগের ছোঁয়া – ৬.৩
এই পথ যদি না শেষ হয় – ৫.৬
খেলনা বাড়ি – ৫.৫

এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিতে পারেনি নতুন ধারাবাহিক সাহেবের চিঠি ও এক্কা দোক্কা। বোঝাই যাচ্ছে এখনও এই নতুন সিরিয়াল গুলি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিতে পারেনি। আবার এরই মাঝে আরও দুই নতুন সিরিয়াল শুরু হয়েছে স্টার জলসায়। দর্শক সেগুলি কতটা গ্রহণ করতে পারছেন সেটাও বোঝা যাবে টিআরপি তালিকা দেখলেই।

Related Post