জী বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক, ‘এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoy)। এই ধারাবাহিক শুরু হয়েছিল ১২ এপ্রিল ২০২১ সালে। শুরুর থেকেই এই ধারাবাহিক সকলের মন জয় করে নিয়েছে। বিশেষত ধারাবাহিকের প্রধান চরিত্র উর্মিতো সকলেরই মন জয় করে নিয়েছে। উর্মি ও সাত্যকির একসাথে মিলেমিশে পথচলা দর্শক বেশ উপভোগ করেন। একজন মধ্যবিত্ত ট্যাক্সি ড্রাইভারের প্রেমে পড়েন, বড়লোক বাড়ির সরল চঞ্চল মেয়ে উর্মি।
উর্মির চরিত্র সকলের বেশ পছন্দের। উর্মির চরিত্রে পর্দায় অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। উর্মির প্রাণোচ্ছল স্বভাব আর সরলতা দর্শকদের মোহিত করে তুলেছে। বর্তমানে গল্পের মোড় ঘুরেছে এক নতুন পথে। উর্মি সাত্যকির মাথার উপর এখন ঘোর বিপদ। সাত্যকি এখন সুস্থ নয় সে এখন ট্যাক্সি চালাতে পারবেনা তাই উর্মি সেই দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নিলো। গল্পের নতুন প্রমো অনুযায়ী গল্পে বেশ কিছু বছর সময় পর আবার দেখানো হবে।
সে এতটাই প্রাণোচ্ছল স্বভাবের একজন মেয়ে যে , এরকম মেয়ের চরিত্র আগে কখনও দেখেননি দর্শকরা। তাই দর্শকদের বিচারে সেই সেরা অভিনেত্রী। সম্প্রতি আইসিসিআর এর বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা প্রতিভাময়ী অভিনেত্রী হিসেবে তিনি খেতাব অর্জন করেছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল চুনী পান্না ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকেই তার বেশি জনপ্রিয়তা।
সম্প্রতি দেখা যাচ্ছে, সাত্যকির শরীর অসুস্থ। তার এই অসুস্থতার কারণে পরিবারে এসেছে বিপর্যয়। হাসপাতালের বিল থেকে শুরু করে পরিবারের পাশে দাঁড়ানো সবটাই এখন উর্মির হাতে। কিন্তু উর্মিতো কিছু জানেনা। কি করে পারবে সব সমস্যার মোকাবিলা করতে। এই বলে সে হেরে যাওয়ার মানুষও নন।
তাই তার টুকাই বাবুর একমাত্র অবলম্বন ট্যাক্সিই এখন সম্বল। সে তো আর কিছু জানেনা। কিন্তু তার টুকাইবাবু তাকে শিখিয়েছেন ট্যাক্সি চালানো। তাই পরিবারের আর্থিক সহায়তার জন্য উর্মি বেছে নিল এই ট্যাক্সি চালানোর পন্থা। কারণ সাত্যকির পক্ষে এখন সম্ভব নয় ট্যাক্সি চালানো। তাই সে ট্যাক্সি নিয়ে বেড়িয়ে পড়ল, স্কুলের বাচ্ছাদের আনতে। একটা মেয়ে হিসেবে ট্যাক্সি চালাতে দেখে, একজন ভদ্রলোক বলেন, ‘মেয়ে হয়ে ট্যাক্সি চালাচ্ছে, কালে কালে আর কত কি দেখব!’
এই প্রশ্নের উত্তরে উর্মি জবাব দেয়, ‘কেন কাকু, মেয়েরা তো এরোপ্লেনও চালায়। আবার মঙ্গল গ্রহেও যাচ্ছে, তাহলে আবার কিসের চিন্তা। এত চিন্তা করবেন না, তাহলে আপনার শরীর খারাপ হবে’। এক অনুরাগী এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘মেয়েরা মঙ্গল গ্রহে পারি দিচ্ছে! আর সামান্য ট্যাক্সি চালাতে পারবেনা?শুরু হলো উর্মির নতুন পথ চলা! উর্মির দেওয়া এই জবাব অনুপ্রাণিত করুক সমাজের সর্বস্তরের মেয়েদের নিজেদের স্বপ্নপূরনের পথে!’