কথায় আছে, ‘মানুষ যায়, কাজ থাকে’। সেই কথা বারবার মনে পড়ছে প্রয়াত অভিনেত্রী পল্লবী দে-র ভক্তদের মনে। টিভি অভিনেত্রী পল্লবী দে-র আকস্মিক মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি এখনও শোকে স্তব্ধ। মাত্র 25 বছরে এই মেয়েটি পৃথিবী ছেড়ে চলে গেলেও অনেক কাজ ফেলে চলে গেছে। কিন্তু একজন শিল্পী আজীবন তার কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন। সম্প্রতি, এবার টেলিভিশনের পর্দায় আসছে বিক্রম বেতালের (Bikram Betal) কাহিনী। এই খবর শুনে সবাই উচ্ছসিত। সবাই আবেগে ভাসছেন। আবার দেখা মিলবে সেই প্রিয় কাহিনীকে। এই বিক্রম বেতাল আগে দেখা গিয়েছিল ১৯৮৫ সালে ডিডি ন্যাশনালে, তারপর জি বাংলায় কার্টুন হিসেবে দেখা মিলেছিল।
খুব শিগগিরই রূপকথার গল্প নিয়ে আসছে স্টার জলসা। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা জয় মুখার্জি। সম্প্রতি স্টার জলসা থেকে ঘোষণা করা হয়েছে সিরিয়াল ‘বিক্রম বেতাল’ প্রচারিত হবে। সিরিয়ালটির টাইম স্লট এবং সম্প্রচারের তারিখও ঘোষণা করা হয়েছে। অনেকেরই ছোটোবেলা কেটেছে, বিক্রম বেতালের কাহিনী শুনে কিংবা কাহিনী দেখে। বিক্রম হল রাজা বিক্রমাদিত্য। আর বেতাল হল একটা আত্মা। মৃত রাজা চন্দ্রভানুর প্রেতাত্মা সে। এক তান্ত্রিককে রাজা কথা দেয় বেতালকে সে ধরে আনবে। রাজা বিক্রম তাকে ধরে এবং রাজার কাঁধে বেতাল ওঠে। রাজাকে বেতাল গল্প শোনায় এবং গল্প বলা শেষে তাকে প্রশ্ন করে।
বেতাল জানায়, বিক্রম মুখে কোনো কথা বলতে পারবেনা তবেই বেতাল তার সাথে যাবে। কিন্তু তাকে বেতালের প্রশ্নের উত্তর ঠিকই দিতে হবে। যদি সব প্রশ্নের সঠিক উত্তর দেয়, তাহলেই রাজা প্রাণে বাঁচবে। কিন্তু প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারলে রাজার মাথা ফেটে দু ফাঁক হয়ে যাবে। এই হল বিক্রম বেতাল। নতুন এই ধারাবাহিক দিয়ে বহু বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। অদ্রিজাকে সর্বশেষ স্টার জলসার ধারাবাহিক ‘দুর্গা দুর্গেশ্বরী’তে অভিনয় করতে দেখা গেছে। এরপর তিনি বাংলা ধারাবাহিকে ফিরে আসেন কিন্তু স্টার জলসা বা জি বাংলা ছেড়ে কালারস বাংলা বেছে নেন।
বর্তমানে ‘মৌয়ের বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এবং সবাইকে অবাক করে। প্রয়াত এ অভিনেত্রীকে শেষবারের মতো পর্দায় দেখতে পাবেন দর্শক। আপনি বিস্মিত? হ্যাঁ, স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘বিক্রম বেতাল’। আর এই ধারাবাহিকে অভিনয় করেছেন পল্লবী। এই সিরিয়ালে মহারাজ বিক্রমাদিত্যের ভূমিকায় অভিনয় করেছেন জয় মুখার্জি। বেতালের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। সিরিজের প্রতিটি পর্বের শুটিং হয়েছে।
এর আগে ঘোষণা করা হয়েছিল যে প্রতিটি পর্বের শুটিং শেষ হলেই সিরিয়ালটি সম্প্রচারিত হবে। একইভাবে, সম্প্রচারের সময় এসেছে। এবার দুই চ্যানেলে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অদ্রিজাকে। স্টার জলসার ‘বিক্রম বেতাল’-এ যেমন তাঁকে দেখা যাবে, তেমনই কালারস বাংলার ‘মৌয়ের বাড়ি’ প্রচার হবে আগের মতোই। আট থেকে আশি, বিক্রম বেতালের গল্প সব বয়সের পাঠকের মন জয় করেছে। এবার সেই গল্পটি ধারাবাহিকে দেখার সুযোগ পাবেন দর্শক।
চলুন এবার জেনে নিই সিরিজটির সম্প্রচারের সময়। কিন্তু প্রাইম টাইমে সিরিয়াল একেবারেই দেওয়া হয়নি। এই ধারাবাহিকটি প্রচার হবে বিকেল ৫টায়। বর্তমানে প্রচার হচ্ছে ধারাবাহিক ‘খেলাঘর’। তবে শিগগিরই এই চক্রের অবসান হবে। সেই জায়গায় আসবে ‘বিক্রম বেতাল’। ৫ সেপ্টেম্বর থেকে সোম থেকে রবিবার দেখা যাবে ‘বিক্রম বেতাল’। এক নেটিজেন লেখেন, ‘আমি তো দেখবোই, সেই ছোটো থেকে জানার ইচ্ছা শেষমেষ বেতাল এর কি হল? ওকে কি রাজা ধরতে পারলো আদৌ? এত সিরিজ বেরিয়েছে তবুও আজ অবধি জানিনা আমি।’