জি বাংলার একটি বিখ্যাত ধারাবাহিক হল, ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। এই ধারাবাহিকটি সকলের কাছে বেশ জনপ্রিয়। ধারাবাহিকের উর্মি সাত্যকি সকলের পছন্দের জুটি। তবে উর্মি সাত্যকি ছাড়াও এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র সমান জনপ্রিয়। সবার বেশ পছন্দের। তাই এই ধারাবাহিকের কোনো সদস্যকে যদি একদিন না দেখতে পায়, তখনই কৌতূহল জাগে দর্শকদের, সেই চরিত্র কোথায় গেল?
কয়েকদিন হল , নতুন বিয়ে হয়েছে রিনির। আর রিনির সাথে বিয়ে উর্মির দাদার। উর্মিদের বাড়িতেই তারা রয়েছে। কারণ রিনির শ্বশুর শাশুড়ি এখন জেলের ঘানি টানছে। আর নতুন বিয়ের পরেই উর্মির দাদা ভিকি কানাডায় গেছেন। হঠাৎ কানাডায় কেন? নতুন বিয়ে হয়েছে ঘর-সংসার করবে কোথায় না এরই মধ্যে কানাডায়।
কানাডা থেকে কি সে আর ফিরবে ? নাকি এটাই তার শেষ। আর তাঁকে দেখা যাবেনা? আসলে সম্প্রতি কয়েকদিন ধরে দর্শকরা ভিকিকে দেখতে পাচ্ছেননা। তাই নিয়ে ভাবছেন ভিকি কোথায় গেল? ভিকির ভূমিকায় অভিনয় করেছেন, বিশ্ববাসু বিশ্বাস (Biswabasu Biswas)।
এ প্রসঙ্গে অভিনেতা বিশ্ববাসু বিশ্বাস জানান, ‘ধারাবাহিকের প্রয়োজনে কোনো অভিনেতা আসে আবার যায়, কারণ ধারাবাহিকের নির্মাতারা ভেবেচিন্তেই এই কাজ করেন। তাদের নিশ্চয়ই প্রয়োজন রয়েছে আমাকে দূরে রাখার, তাই তারা দূরে রেখেছেন। আবার প্রয়োজনে আমাকে ফিরিয়েও আনতে পারেন। তখন আবার দেখা যাবে আমাকে।’
উল্লেখ্য, এটা প্রথম নয়, এর আগেও এই ধারাবাহিকে চরিত্রের রদবদল ঘটতে দেখা গেছে। ভিকির চরিত্রে বিশ্ববাসু বিশ্বাস অভিনয় করার আগে দেখা যেত, অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন তাঁকে পরিবর্তন করা হল? এ বিষয়ে কিছু জানা যায়নি, তবে অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক কিছুরই ইঙ্গিত করে। তিনি লিখেছিলেন, ‘আমি কোনও যাত্রাই মাঝপথে শেষ করি না, তবে…’।
তবে অভিনেতা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকও সম্প্রচার হত রাত ৯ টায়। আর এই পথ যদি না শেষ হয়, আগে সম্প্রচার হত রাত ১০ টায়, তাই সমস্যা হত না। কিন্তু এখন ৯ টায় হওয়ায় তার সমস্যা বাড়ছে। তাই ওখান থেকে সরে গেলেন। কিন্তু আয় তবে সহচরী ধারাবাহিক সম্প্রতি শেষ হয়েছে, তাহলে কি আবার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে তিনি ফেরত আসতে চলেছেন বলেই কি বিশ্ববসুকে দেখানো হচ্ছে না?