বাঙালির আবেগ হল দূর্গাপূজা। সেই পূজা বাকি নেই বেশিদিন। আকাশে দেখা দিয়েছে শরতের মেঘ, মাঠে-ঘাটে দেখা যাচ্ছে কাশফুল। হাতে রয়েছে মাত্র ২২ দিন। তাই হুড়মুড়িয়ে চলছে শপিং, প্রতিটি দোকানে এখন ভিড়। পূজোর পঞ্চমী থেকে দশমী কে কীরকম ড্রেস পড়বে এই নিয়েই মশগুল সকলে। শুধু সাধারণ মানুষ নয়, সেলিব্রেটিরাও শুরু করে দিয়েছে প্রস্তুতি।
পূজোয় তাদের বেজায় ব্যস্ততা, আজ এই অনুষ্ঠান তো কাল সেই অনুষ্ঠান । আবার রয়েছে প্রতিটি প্যান্ডেলে ফিতে কাটার উৎসব। এই উৎসবে সামিল হতে দেখা যায় প্রতিটি সেলিব্রেটিকে। একদিকে থাকে নিত্য নতুন থিমের প্যান্ডেল, আবার অন্যদিকে থাকে ফিতে কাটতে আসা সেলিব্রেটিদের দেখার ধূম। কলকাতার বিভিন্ন বড় বড় প্যান্ডেলগুলোতে এই ধূম চোখে পড়ে।
তবে এইসব ফিতে কাটার উৎসবে সেলিব্রেটিরা শুধু শুধু আসেন না, তারা যথেষ্ট পারিশ্রমিক নিয়ে তবেই আসেন প্যান্ডেল উদ্বোধনে। সম্প্রতি সামনে এসেছে সেই পারিশ্রমিকের তালিকা। একটা প্যান্ডেল উদ্বোধন করতে কে কত পারিশ্রমিক নেন, সেই তালিকা দেখে সকলেই অবাক। নামী মুখ মানেই বেশি টাকার খেল। আসুন দেখে নেওয়া যাক, কার কত পারিশ্রমিক।
এখন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ শন ব্যানার্জী (Sean Banerjee)। যার অনেক ফ্যান ফলোয়ার্স। এই অভিনেতার চাহিদাও অনেক বেশি, তাই এর দামও অনেক বেশি। এই অভিনেতার পুজোর পারিশ্রমিক এক লক্ষ টাকা। তারপরেই আছে আমাদের জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই অভিনেত্রীর পারিশ্রমিক ৮৫ হাজার টাকা।
আরও পড়ুনঃ এই কারণগুলির জন্যই বাংলা সিরিয়াল থেকে বিমুখ হচ্ছেন দর্শক! TRP তলানিতে যাচ্ছে প্রতিনিয়ত
জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) পারিশ্রমিক ৭০ হাজার টাকা। খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়ের (Solanki Roy) পারিশ্রমিক ৪৫ হাজার টাকা। শুধু এইকয়েক জন নয়, এছাড়াও রয়েছে আরও অনেক অভিনেতা অভিনেত্রী। সবারই পারিশ্রমিক প্রায় ২০ হাজারের উপরে।
View this post on Instagram
শুধু ঝা চকচকে প্যান্ডেল করলেই চলেনা, দরকার এমন আড়ম্বরপূর্ণ উদ্বোধনী উৎসব। যার ফলে প্যান্ডেলের জনপ্রিয়তা যেমন হবে, তেমনই হবে দর্শক পূর্ণ মন্ডপ। নীচে রইল তালিকা। পারিশ্রমিক অনুযায়ী বেছে নিন, কে থাকবে আপনার পাড়ার প্যান্ডেলে।