এবছর শুরু হওয়া বাংলা টেলিভিশনের ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)। শুরুতে এই গল্পে নতুন জুটি এবং নতুন কাহিনী দেখে দর্শকরা বেশ আপ্লুত হয়েছিলেন। সন্ধ্যা ৬ টা বাজলেই, হাতে চায়ের কাপ আর বিকালের স্ন্যাক্স নিয়ে টিভির সামনে বসে পড়েন সিরিয়ালপ্রেমীরা। নবাব নন্দিনী শুরুর পর দর্শক তা বেশ পছন্দও করছিলেন। তবে এই গল্পের বর্তমান মোড় দর্শক বিশেষ পছন্দ করছেননা।
এই ধারাবাহিকে নবাবের চরিত্রে অভিনয় করছেন সাঁঝের বাতি’ (Sanjher Bati) -র আর্য তথা অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh) এবং নন্দিনীর চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’ (Boron) ধারাবাহিকের তিথি তথা অভিনেত্রী ইন্দ্রাণী পাল (Indrani Paul)। এই জুটি নবাব নন্দিনীতে প্রথম। এর আগে দর্শক দুজনকে অনান্য ধারাবাহিকে যেভাবে দেখে এসেছেন, তার থেকে অনেকটাই আলাদা চরিত্রে দর্শকরা এখানে তাদের দেখছেন।
ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, একজন লড়াকু মেয়ে, নন্দিনী। সে ‘গীতবিতান’ নামের এক বাড়িতে মালকিনের ব্যক্তিগত সচিব হিসেবে কাজে যোগ দেয়। তাঁর লক্ষ্য, মেয়েরা শুধু কেন দাসত্ববাদী হবে, মেয়েরাও স্বাধীন, তারাও চাকরি করবে। আর নবাব একজন ফুটবলার। তাঁর লক্ষ্য বড় ফুটবলার হওয়ার। এই দুই চরিত্র তাদের লক্ষ্যে কিভাবে সফল হবে তার মধ্যে দিয়েই শুরু হয় কাহিনী।
তবে, বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, নবাবের সাথে বিয়ে হয়েছে নন্দিনীর। তাই চাকরি ভুলে চুটিয়ে সংসার করছেন নন্দিনী। এই জিনিসটাই দর্শকরা মেনে নিতে পারছেননা, ধারাবাহিকটি শুরু হয়েছিল এক দেখিয়ে, আর ধারাবাহিকের মাঝে দেখা যাচ্ছে আর এক কাহিনী। যে নন্দিনীর চরিত্র ছিল, একজন প্রতিবাদী, চাকুরির লক্ষ্য নিয়ে তৈরি হওয়া এক মেয়ে, আর সেই মেয়েই কিনা সাংসারিক কূটকাচালিতে যুক্ত হয়ে গেছে।
সম্প্রতি ধারাবাহিকের যে প্রোমো প্রকাশিত হয়েছে, তাতে ক্যাপশনে লেখা, ‘নতুন সংসারের সব দায়িত্ব ঠিকভাবে পালন করলেও নবাবের ভুল ধারণা ভাঙতে পারবে কি নন্দিনী?’ এরপরেই লেখা রয়েছে সংসার সুখের হয় রমণীর গুণে। এই দেখেই বেজায় চটেছেন দর্শকরা। সেই প্রতিবাদী থেকে আবার দেখানো হল সাংসারিক কূটকাচালি।
ধারাবাহিকের এই জিনিসটাই বর্তমানে দর্শক বেশ অপছন্দ করছেন। সব গল্প একটা সুন্দর কিছু নিয়ে শুরু হলেও কোথাও এসে গল্পকে টেনে নিয়ে যাওয়া হয় কূটকচালি মধ্যে। সংসারের আবদ্ধ করে ফেলা হয় গল্পটাকে। তবে সিরিয়াল মানেই টিআরপির লড়াই আর বর্তমানে সাংসারিক কূটকচালি না দেখালে সেই ধারাবাহিকের টিআরপি চোখে পড়ছেনা। তাই হয়তো লেখকরা সেকথা চিন্তা করেই প্রতিটি সিরিয়ালকে একই গতানুগতিক গল্পে ফেলছেন।