দেখতে দেখতে এসেই গেল শরৎকাল, চারিদিকে আকাশে ছড়িয়ে শরৎের মেঘ, মাঠে কাশফুলের সারি, গাছে গাছে ছাতিম ফুলের সুন্দর গন্ধ, বাতাসে শিউলির সুবাস। সব মিলেমিশে আকাশে বাতাসে পূজোর আনন্দের সুমধুর শিহরণ। চারিদিকে বাজছে পুজোর গান, পাড়ায় পাড়ায় প্যান্ডেলের ধুম। যা দেখে প্রতিটি মানুষেরই মনে পূজোর আমেজ জেগে উঠেছে। নতুন জামা, নতুন জুতো কেনার আনন্দে মশগুল সকলেই। সেই আমেজে এবার ধরা দিল মিঠাইরানী (Mithai)।
আরও বেশি আমরা অনুভব করি টিভির মাধ্যমে। টিভিতে দূর্গাপূজার বিজ্ঞাপনী প্রচার দেখে মনে হয়, সত্যিই আর বেশি দেরী নেই পূজো আসতে। বিশেষ করে শালিমার নারকেল তেলের বিজ্ঞাপন দেখালেই আমাদের সেই পুজোর আমেজ বেশি করে অনুভব করি। এক বনেদী বাড়ির পুজোকে ঘিরে একসাথে বন্ধু বান্ধব, পরিবার মিলে একই সুরে শারদীয়াকে আমন্ত্রণ জানাচ্ছে, যা আমাদের মনকে নস্টালজিক করে তোলে।
এছাড়াও রয়েছে শাড়ির বিজ্ঞাপন, ইন্ডিয়ান সিল্ক হাউস, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এইসব শাড়ির বিজ্ঞাপনী প্রচার মানুষের মনে শরৎ এর ভাবাবেগ জাগিয়ে তোলে, তারপরে তো আছেই বিভিন্ন শপিংমল কোম্পানি, বিভিন্ন পোশাকের ব্র্যান্ডের প্রচার, ধারাবাহিক চ্যানেল গুলোর নিজস্ব প্রচার এইসব মিলিয়েই চারিদিকে পূজোর আমেজ।
তবে দর্শকরা এবারে একটু বিষণ্ণ কারণ এবছর এখনও জি বাংলা চ্যানেলের দূর্গাপূজার নিজস্ব প্রচার দেখানো হয়নি, কারণ প্রতি বছর মহালয়ার আগে থেকেই দেখানো হয় বিজ্ঞাপন। শুধু দূর্গাপূজা নয়, জামাই ষষ্ঠী, দীপাবলি সহ আরও বিভিন্ন রকমের উৎসবের আগেই একটা নিজস্ব বিজ্ঞাপনী প্রচার থাকে, তাহলে এবারে এত দেরী কেন?
আরও পড়ুনঃ ভালোবেসে আদরের নাতবৌকে খাওয়াচ্ছেন ঠাম্মি, মিঠাইকে দেখে গলে গেল অনুরাগীদের মন
View this post on Instagram
তবে চিন্তার কোনো কারণ নেই, পূজোর বিজ্ঞাপনের প্রচারের শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই আসবে দূর্গাপূজার প্রচার। ‘মিঠাই’ ধারাবাহিকের মিঠাই তথা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে, লাল রঙের শাড়ি আর সাদা ব্লাউজ পড়ে, মনের আনন্দে ঢাক বাজাচ্ছেন। আর ক্যাপশনে লেখা, ‘একটু ঢাক বাজানো শিখলাম’।
এই পোস্ট দেখে, অনেকেই তাঁর প্রশংসা করেছেন, ‘একেবারে দেবী দুর্গার মত লাগছে’। আবার কেউ লিখেছেন, ‘একসাথে এত কাজ কি করে করেন’। একজন ট্রোল করেছেন, ‘চারিদিকে ছেয়ে গেছে যমুনা ঢাকি’।