একটা কথা প্রায়শই শুনে থাকি, ‘ধূর সিরিয়াল কি দেখবি, সিরিয়াল মানেই তো সেই পারিবারিক কূটকাচালি আর একটা নায়কের একাধিক বার বিয়ে’। আসলে এই কথাটা নির্মম সত্য কথা, সত্যিই ধারাবাহিকে কূটকাচালি থাকেই, আর নায়কের একাধিক বার বিয়ে, এটাও দেখানো হয়, এগুলো সবই মানুষকে বিনোদন জোগাতে এবং টিআরপি বাড়াতেই। কিছু দর্শক ভালোবাসে এরকম ধরনের ধারাবাহিক দেখতে।
একটা ধারাবাহিক পজিটিভ আর নেগেটিভ দুটোই থাকে। তবেই তো ধারাবাহিকটি পরিপূর্ণ হয়। ধারাবাহিকের কাহিনী তে দেখা যায়, নায়িকা গ্রামের মেয়ে থাকে, আর নায়ক শহরের হয়ে থাকে, নায়ক নায়িকার আলাপ হওয়ার আগেই নায়কের সাথে বিয়ের ঠিক হয়ে থাকে নায়কের শহুরে বান্ধবীর। আর যখন নায়ক নায়িকার আলাপ হয়, এবং দুজনের হঠাৎ বিয়ে হয়ে যায়, তখন শহুরে বান্ধবী খলনায়িকা হয়ে যায়। এইরকমই একটা চরিত্রে বেশ কয়েকবার দেখা মিলেছে অভিনেত্রী ইন্দ্রাক্ষী দের (Indrakshi Dey)।
শহুরে বান্ধবী রাগে দুঃখে অভিমানে বিভিন্ন ষড়যন্ত্র করে নায়িকাকে অপদস্থ করার চেষ্টা করে। রাগ তো হবেই, এতদিন জানত সে তার হবে, পরে যখন দেখছে অন্য কারোর হচ্ছে, রাগ তো হবেই। তাই খলনায়িকা সেই হয়ে যায়। নায়ক-নায়িকার ভাঙন ধরানোর চেষ্টা করে, ভাঙন ধরিয়ে আবার খলনায়িকা নায়ককে বিয়ে করতে যায়, বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছেও যায়, সিঁদুর দানের কাছে গিয়ে আটকে যায়। এরকম ৪-৫ বার বিয়ের চেষ্টা হয়।
এরকম কাহিনী এর যদি একটা উদাহরণ দেওয়া যায়, তাহলে দেখা যাবে, এই একই রকম কাহিনী আমরা দেখতে পেয়েছি, ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে আর্যা যার সাথে কথা ঠিক ছিল সংগীতের বিয়ে হবে কিন্তু ভাগ্যচক্রে যমুনার সাথে বিয়ে হয়, আর্যা কিন্তু হাল ছাড়েনি, বার বার সংগীতের সাথে বিয়ের পিঁড়িতে বসেছে। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে টাই সম্পূর্ণ হয়নি।
বর্তমানে ধারাবাহিক শেষ হয়েছে বটে কিন্তু আর্যা তথা অভিনেত্রীর জীবনে বিয়ের পিঁড়িতে বসার পরিস্থিতি পিছু ছাড়লনা। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার ‘মাধবীলতা’ ধারাবাহিকে। সেখানেও একই ঘটনা, শহুরে ছেলে সবুজ আর গ্রাম্য মেয়ে মাধবীলতা। তাদের বিয়ে হয়।
কিন্তু এদিকে সবুজের সাথে বিজয়িনীর বিয়ের সব ঠিক হয়ে গেছে। আর বিয়ের দিন বর অন্য কাউকে বিয়ে করে নিয়ে এলো। আবার একবার বিয়ের ছাদনাতলা অবধি পৌঁছেও বিয়ে ভেঙে গেলো। সিরিয়ালে বিজয়িনীর জীবনে ইটা প্রথম হলেও অভিনেত্রী এরকম চরিত্রে বারংবার অভিনয় করেছেন। এটা দেখেই নেটিজেনরা বলছেন, ‘এই তো সবে শুরু, কতবার যে বিয়ে হয় সেটাই দেখার’।