‘লালকুঠি’র রহস্য ভুলে মাতলেন পুজোর আনন্দে, নেটপাড়ায় ভাইরাল রুকমার ঢাক বাজানোর ছবি

বাংলা বিনোদনের একটি জনপ্রিয় সিরিয়াল ‘লালকুঠি’ (Lalkuthi)। রহস্য, রোমাঞ্চ, ভয়, ভালোবাসা সবটা নিয়ে এই গল্পের শুরু হয়েছিল। লালকুঠির রহস্যভেদ করতে এসে অনামিকা নিজেই লালকুঠির মানুষদের

Nandini

actress rooqma roy new image viral on social media

বাংলা বিনোদনের একটি জনপ্রিয় সিরিয়াল ‘লালকুঠি’ (Lalkuthi)। রহস্য, রোমাঞ্চ, ভয়, ভালোবাসা সবটা নিয়ে এই গল্পের শুরু হয়েছিল। লালকুঠির রহস্যভেদ করতে এসে অনামিকা নিজেই লালকুঠির মানুষদের কাছে রহস্য হয়ে গেছে। আর পাঁচটা ধারাবাহিকের থেকে এটা একটু ভিন্ন। এই সিরিয়ালে আছে কেবল জটিল রহস্য। কিছু সংখ্যক দর্শক লালকুঠি বেশ পছন্দ করেন। আবার কিছু দর্শক গল্পে একঘেয়েমি চলে এসেছে বলে মনে করেন।

এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দুই জনপ্রিয় তারকা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। এই অভিনেতা অভিনেত্রী জুটিকে দর্শকই পছন্দ করেছিলেন। স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালের পার্শ্ব চরিত্রে এই জুটি গড়ে উঠেছিল। দেশের মাটির রাজা-মাম্পি জুটি মুখ্য জুটিকে জনপ্রিয়তায় মাত দিয়ে দিয়েছিলো। তাই দর্শক এই জুটিকে মুখ্য ভাবে নতুন কোনো সিরিয়ালে দেখতে চেয়েছিলেন।

rahul arunodoy banerjee and rooqma roy in lalkuthi as vikram da anamika

তাই একপ্রকার দর্শকের প্রবল ভালোবাসার জোরেই এই জুটি পর্দায় নতুন ভাবে ধরা দেয়। তবে হয়তো কোনো কারণে এই জুটি এখনও বিক্রম-অনামিকা হিসাবে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিতে পারেননি। তাই লালকুঠি সিরিয়ালের টিআরপি বিশেষ চোখে পড়ার মতো নয়। তবে গল্পের নতুন নতুন রহস্য, নতুন জটিলতা হয়তো দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হবে। আর টিআরপি তেও লালকুঠি অবশ্যই উপরের দিকে উঠে আসবে।

অভিনেতা রাহুল ছোটপর্দার আগে বড়ো পর্দায় অনেক গুলি কাজ করেছেন। তিনি টলিউডের একজন পরিচিত অভিনেতা। আর অভিনেত্রী রুকমা তার অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দার মাধ্যমেই। ২০১৪ সালে স্টার জলসার রূপকথার গল্প কিরণমালা সিরিয়ালের মুখ্য চরিত্রের মধ্যে দিয়ে অভিনয়ে পদার্পন করেন রুকমা। তারপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপর ২০২০ তে তিনি ওয়েব প্লাটফর্মেও ডেবিউ করেছেন।

rooqma roy

অভিনেত্রী রূপে যেকোনো টলি অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন। সম্প্রতি, অভিনেত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। ছবিটিতে দুর্গাপুজোর মেজাজে অভিনেত্রী। সামনেই দুর্গাপুজো। মহালয়ার মধ্যে দিয়ে পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে। সমস্ত টেলি তারকাদের পুজোর নতুন সাজে আত্মপ্রকাশ করতে দেখা গেছে। প্রতিটি সিরিয়ালের কভার ফটো বদলে গেছে।

আরও পড়ুনঃ অভিনয়ের পাশে মিমিক্রিতেও পারদর্শী অনামিকা! Didi No.1 এর মঞ্চে রুকমার মিমিক্রি ভাইরাল প্রোমো

এবার সেই পুজোর আমেজে দেখা গেলো অভিনেত্রী রুকমাকেও। অভিনেত্রীর মুখে চওড়া হাসি, লম্বা খোলা চুল, পরনে লাল শাড়ী আর কাঁধে তুলে নিয়েছেন ঢাক। অভিনেত্রীর এমন রূপ ঝড় তুলেছে বাংলার লক্ষ্য লক্ষ্য ভক্তদের মনে। অভিনেত্রীকে অপূর্ব লাগছে এই নতুন রূপে। তার এই ছবি দেখে দর্শক তার বেশ প্রশংসা করেছেন।

× close ad