বলিউডের (Bollywood) সুপারহিরো, যিনি পার করেছেন এক নয়, দুই নয়, একেবারে তিন দশক। নিজেকে দর্শকদের সামনে মেলে ধরেছেন নানান রকম চরিত্রে। আর চরিত্রের সার্থকতার জন্য পেয়েছেন একাধিক সম্মানসূচক পুরস্কার। তিনি হলেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। বর্তমানে তিনি রয়েছেন সংবাদের শিরোনামে। কারণ গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘বিক্রম বেধা’।
এই অভিনেতা ভারতের প্রসিদ্ধ পতৌদি নবাব পরিবারের বংশধর। হরিয়ানার গুড়গাঁওয়ের পতৌদি শহরে আছে তাদের পতৌদি নবাব প্যালেস। যে প্যালেসে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করতেন নবাবরা। বর্তমানে বংশধরেরা সবাই মুম্বাই এ থাকেন। কিন্তু প্যালেস ফাঁকা থাকেনা, বিভিন্ন শ্যুটিং এ এই প্যালেস ভাড়া দেওয়া হয়। একজন পতৌদি মুসলিম পরিবারের ছেলে হয়ে সইফ আলি খানের স্বপ্নের চরিত্র কোনটি জানেন?
১৯৯৯ সালে অজয় দেবগনের সাথে যখন, ‘কাচ্চে ধাগে’ ছবিতে অভিনয় করছিলেন, তখন তিনি জানিয়েছিলেন, ‘ভারতীয় মহাকাব্যকে হলিউডের ‘দ্য লর্ড অফ দ্য রিংস’- এর মত তৈরি করে কেউ যদি বড়পর্দায় তুলে ধরে, আমি সেখানে অভিনয় করব। তবে আমার মনে হয়, আমার প্রজন্মের সবারই স্বপ্ন মহাভারতে কাজ করার। এই ছবি করার জন্য যদি বলিউড আর সাউথকে এক হতে হয়, তা হোক, শুধু ছবিটা করা নিয়ে দরকার’।
সেই সূত্র ধরেই বলা চলে, সম্প্রতি সামনে এসেছে, সইফের পরের ছবি ‘আদিপুরুষ’ (Adipurush)-এর টিজার। যার কাহিনী ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করেই গঠিত। সইফকে দেখা যাবে, লঙ্কেশ রাবণের ভূমিকায়। তিনি মহাভারতে কাজ করতে চেয়েছিলেন, তবে ভারতীয় মহাকাব্যের একটি পার্ট রামায়ণ, সেই রামায়ণে তিনি কাজ করে ফেলেছেন, এবার বাকি রইল ‘মহাভারত’-এ অভিনয় করা।
এ প্রসঙ্গে তিনি জানান, ‘ এখন আমি মহাভারতে কাজ করতে চাই। কেউ যদি এই সিনেমাটিকে লর্ড অফ দ্য রিংসের মতো করে তৈরি করে , তাহলে আমি নিশ্চয়ই অভিনয় করব। এর আগেও আমি এই বিষয়ে কথা বলেছিলাম’।
উল্লেখ্য, যখন থেকেই আদি পুরুষের টিজার সামনে এসেছে তাঁর লুক নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। তাঁর লুককে মুকেশ খান্না ‘খিলজী’ বলে অভিহিত করেছেন। এই ছবির সব লুক মুঘল টাইপের দেখতে, এমনটাই বলছেন নেটিজেনরা। শুধু তাই নয়, ছবির পোস্টার এবং দৃশ্য সবটাই নকল করার অভিযোগ উঠেছে।