একসময় প্রতিযোগী ছিলেন আজ বিচারক, এই যাত্রাটা পার করে যেসমস্ত গায়করা পেয়েছেন জনপ্রিয়তার তকমা

প্রত্যেক প্রতিযোগীতাতে হারও আছে, আবার জিতও আছে। কিন্তু হেরে গিয়ে আবার যারা নতুন ভাবে নিজেকে তৈরি করেন, তারাই তো আসল জয়ী। যাদের জীবনের মূল মন্ত্র

Saranna

these famous singers once rejected from reality show

প্রত্যেক প্রতিযোগীতাতে হারও আছে, আবার জিতও আছে। কিন্তু হেরে গিয়ে আবার যারা নতুন ভাবে নিজেকে তৈরি করেন, তারাই তো আসল জয়ী। যাদের জীবনের মূল মন্ত্র ‘এভাবেও ফিরে আসা যায়’। তারাই তো সত্যিকারের জয়ী। আজ এরকমই কয়েকজন মানুষের কথা বলব, যারা হেরে গিয়েও ফিরে এসেছেন এমন ভাবে, দেখে মনে হয়না তারা কখনও হেরেছেন বলে।

কিছু এমন গানের জগতের নক্ষত্র। যাদের চলার পথে প্রথমেই এসেছে বাঁধা। তবে তারা হেরে গিয়ে নয়, ঘুরে দাঁড়িয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলেছেন। আজ যারা সকলের কাছে জনপ্রিয়। এক নাম মানুষ চিনতে পারবেন তাদের। আসুন দেখে নেওয়া যাক এমনই প্রতিভাবান কিছু গায়কদের (Singer) নাম।

these famous singers

বর্তমানের জনপ্রিয় গায়ক-গায়িকারা :

zubeen nautiyal

জুবিন নটিয়াল (Zubeen Nautiyal) : আজ থেকে ১২ বছর আগে অর্থাৎ ২০১১ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চের প্রতিযোগী ছিলেন। এই মঞ্চে গান গেয়ে তিনি সকলের কাছে জনপ্রিয় হয়েছেন। বর্তমানে তাঁর কন্ঠে কাবু গোটা বাংলা। গেয়েছেন জনপ্রিয় বাংলা ও হিন্দি গান। যার মধ্যে উল্লেখযোগ্য, ‘কী করে ভুলে থাকবো তোকে’, ‘আজ বলবে হঠাৎ কেউ এসে’, ‘তুম সে’, ‘বারিস কা মৌসুম’ সহ আরও অনেক গান। বর্তমানে তাঁকে বিভিন্ন বিচারকদের আসনে দেখা যায়। কিন্তু এই গায়ক ইন্ডিয়ান আইডলের শেষ রাউন্ড পর্যন্ত যেতে পারেননি, মাঝপথে শো থেকে বাদ পড়ে যান।

 

monali thakur

মোনালি ঠাকুর (Monali Thakur) : বলি থেকে টলি যার কন্ঠ মুগ্ধ করেছে সকলকে। যার গান এখনও মানুষের মননের মধ্যে জায়গা করে নিয়েছে। ২০০৫ সালে ইন্ডিয়ান আইডল সিজন ২তে তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত যেতে পারেননি, তার আগেই প্রতিযোগীতা থেকে বাদ পড়ে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আজ বিশ্ব মাতাচ্ছেন তিনি।

arijit singh

অরিজিৎ সিং (Arijit Singh) : সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং। যাকে সবাই চেনে, যার কন্ঠে সবাই বেশ মুগ্ধ হয়। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শোয়ে যোগদান করেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর স্থান হয়নি। তিনি আউট হয়ে যান। তাই বলে তিনি থেমে যাননি, নতুন করে নিজের পছন্দের বিষয় নিয়ে এগিয়ে গেছেন। এগিয়ে গিয়েছিলেন বলেই আজ জগৎজোড়া খ্যাতি।

neha kakkar

নেহা কক্কর (Neha Kakkar) : আজ থেকে প্রায় ১৭ বছর আগে ইন্ডিয়ান আইডল সিজন ২-এ অংশ নিয়েছিলেন । অডিশনেও মন জয় করে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়লাভ করতে পারেননি। জয়লাভ করার আগেই বাদ পড়েছিলেন। এরপর আবার নিজেকে গড়ে তুলেছিলেন, তার জন্য সময় নিয়েছিলেন ৭ বছর। ‘ককটেল’ ছবির ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’ গানটি দিয়ে নতুন করে জয়যাত্রা শুরু করেন।

× close ad