Weather Update : বিদায় যাচ্ছে শীত, এবার বসন্তে উর্দ্ধমুখী তাপমাত্রা, রইল আজকের আবহাওয়ার খবর

বিদায় নিতে শুরু করেছে শীত, আর শুরু হচ্ছে কষ্টের দিন অর্থাৎ গরমকাল। ইতিমধ্যেই রোদের তেজ বেড়েছে বেশ কিছুটা। মার্চের প্রথম দুদিনেই পারদ চড়েছে বেশ কিছুটা।

Desk

Weather Update Aajker Abohaowa আজকের আবহাওয়া কলকাতার আবহাওয়া Weather Report

বিদায় নিতে শুরু করেছে শীত, আর শুরু হচ্ছে কষ্টের দিন অর্থাৎ গরমকাল। ইতিমধ্যেই রোদের তেজ বেড়েছে বেশ কিছুটা। মার্চের প্রথম দুদিনেই পারদ চড়েছে বেশ কিছুটা। এবার গলদঘর্ম হবার জন্য প্রস্তুতি নিতে শুরু করতে হবে। কারণ শীঘ্রই বাড়বে তাপমাত্রা। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর (Weather Update)।

আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)

  • আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২°  সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
  • আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১° সেলসিয়াসের আশপাশে।
  • আজকে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ
  • আজ বাতাসের গতিবেগ ৭.৪ কিমি/ঘন্টা থাকবে
  • মেঘাচ্ছন্ন থাকবে প্রায় ৬৬ %

Aajker Abohaowa আজকের আবহাওয়া কলকাতার আবহাওয়া Weather Report Weather Update

আলিপুর আবহাওয়া দফতরের মতে বৃহস্পতিবারের আবহাওয়া শুস্ক। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে পশ্চিমের কিছু জেলায় বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আজ রোদঝলমলে একটা দিন। তবে গরম বাড়ায় অস্বস্তি বাড়বে। যদিও বিকেলের পর কিছুটা তাপমাত্রা কমতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতরের দেওয়া তথ্যানুযায়ী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিমপং জেলায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া স্বাভাবিক বা শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং ও কালিমপং এর টেম্পটের ১-২° সেলসিয়াস পর্যন্ত হতে পারে। গতকাল অর্থাৎ বুধবার দার্জিলিংয়ের তাপমাত্রা ৬° সেলসিয়াসে পৌঁছেছিল।

আগামীকালের আবহাওয়ার খবর

আগামীকালও তাপমাত্রা উর্দ্ধমুখীই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস ও সর্বনিম্ন ২২° সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আকাশে রড থাকবে। শীতের বিদায় বেলায় গরমের অনুভূতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রাখে কালও চড়বে তাপমাত্রার পারদ।

× close ad