ধারাবাহিক শেষ হয়ে গেলো ‘সহচরী’কে ছাড়াই! শেষটা মন খারাপ দিয়েই হল ‘আয় তবে সহচরী’ পরিবারের

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল আয় তবে সহচরী (Aay Tobe Sohochori)। সবেমাত্র শুরু হযেছিল এই ধারাবাহিক। যে রাঁধে সে চুলও বাঁধে। এই ছিল ধারাবাহিকের

Saranna

aay tobe sohochori serial ended without actress koneenica

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল আয় তবে সহচরী (Aay Tobe Sohochori)। সবেমাত্র শুরু হযেছিল এই ধারাবাহিক। যে রাঁধে সে চুলও বাঁধে। এই ছিল ধারাবাহিকের সহচরীর চরিত্রের মূল কথা। একজন গৃহবধূ হয়েও তার হার না মানার গল্প হল এই ধারাবাহিক। গৃহবধূ হয়েছে মানেই যে তার সব শেষ, তার স্বপ্ন শেষ, এমনটা কিন্তু নয়, নিজের জেদ থাকলে, চেষ্টা থাকলে কত কিনা হতে পারে। এই চেষ্টা এই জেদ মানুষকে পৌঁছে দেয় স্বপ্নপূরণের রাস্তায়। সেটাই সহচরী চরিত্রের মধ্যে ফু্টে উঠেছে।

এই সহচরীর চরিত্রে অভিনয় করেছেন, অভিনেত্রী অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। চার বছর পর এই ধারাবাহিকের মাধ্যমে তিনি আবার এই ইন্ডাস্ট্রি জগতে। আর তার একটা বন্ধু ছিল নাম বরফি। এই চরিত্রের মাধ্যমে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় দেখিয়েছেন, বন্ধুত্ব কোনো বয়স মানেনা। নিজের থেকে অর্ধেক বয়সের এক মেয়েও হতে পারে বন্ধু। এই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন, অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Haldar)।

actress koneenica banerjee leave the show aay tobe sohochori1

তবে বছর ঘুরতে না ঘুরতেই শেষের পথে এই ধারাবাহিক। এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। এর কারণস্বরূপ জানা যায় অভিনেত্রীর অসুস্থতা। অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ডে সদ্য অস্ত্রোপচার হয়েছে। তাই তিনি ছিলেন চেন্নাইয়ে। বেশ কিছুদিন হল তিনি ফিরেছেন। ফিরলেও এখনও তিনি অসুস্থ। তিনি চেয়েছিলেন, এই অবস্থাতেও শ্যুটিং করতে। কিন্তু প্রোডাকশনের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

কিন্তু অন্যদিকে বাড়ি সামলে মেয়ে সামলে শ্যুটিং করাটা কষ্টের। তবে এই গুঞ্জনকে সত্যি করে দিলেন নির্মাতারা। শেষ হল ধারাবাহিকের অন্তিম পর্যায়ের শ্যুটিং। কিন্তু শেষ দিনে ছিলেন না, ধারাবাহিকের লিড চরিত্র। এই শেষ দিনে ‘আয় তবে সহচরী’র টাইটেল সং গাইতে গাইতেই কেক কাটলেন কলাকুশলীরা। সবার মুখে হাসির সাথে সাথে চোখে রয়েছে জল।

aay tobe sohochori serial ended

এক অনুরাগী এই শেষ দিনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সহচরী কে ছাড়াই সম্পন্ন হলো আয় তবে সহচরীর শেষ শ্যুটিং। যার নামে সিরিয়াল,যাদের সম্পর্ক নিয়ে সিরিয়াল সেটাই আর দেখানো হলো না। তখন সবাই টাইটেল সং গেয়ে কেক কাটছিল,তখন ভীষণ মনে পড়ছিল কনি ম্যাম এর কথা। সবচেয়ে খারাপ লাগছে বরফি কে দেখে, যে মেয়ে লাইভ হলেই ছুটে চলে আসতো,একাই লাইভ মাতিয়ে নিত, সেই মেয়েটা গোটা লাইভ এ একটা কথা বলেনি, হাসেওনি সবার চোখে ছিল জল।

ইমোশন সামলে সবাই কেক কাটলো, বোঝাই গেলো ওরা এবার কাদবে সবাইভালো থাকুক ওরা, আবার নতুন উদ্যমে নতুন চরিত্রে ফিরে এসে আমাদের মনোরঞ্জন করুক। ‘উল্লেখ্য, এই ধারাবাহিকের বদলেই আসবে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের অভিনয়ে নির্মিত ‘হরগৌরী পাইস হোটেল’।

× close ad