‘প্রতিযোগিতা নেই, ও আরও ভালো করুক’, ‘ফুলকি’র সাফল্যে খুশি ‘সন্ধ্যা’ অন্বেষা

একই সময়ে দুই বিপরীত চ্যানেলে শুরু হওয়া দুটি বাংলা ধারাবাহিক (Bengali Serial)। সময় একি হলেও টিআরপি তালিকায় পয়েন্টের ব্যবধান অনেকখানি। প্রতিপক্ষ চ্যানেলের হয়ে কাজ করায়

Saranna

about phulki serial success actress annwesha hazra shear her happiness

একই সময়ে দুই বিপরীত চ্যানেলে শুরু হওয়া দুটি বাংলা ধারাবাহিক (Bengali Serial)। সময় একি হলেও টিআরপি তালিকায় পয়েন্টের ব্যবধান অনেকখানি। প্রতিপক্ষ চ্যানেলের হয়ে কাজ করায় কি দুই অভিনেত্রীর মাঝে চলছে কোনো প্রতিযোগিতা? প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচার হয় ‘ফুলকি'(Phulki), যার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দিব্যানী মন্ডল(Divyani Mondal)। আর স্টার জলসায় (Star Jalsha) ওই সময় সম্প্রচার হয় ‘সন্ধ্যাতারা'(Sandhyatara), যার মুখ্য চরিত্র সন্ধ্যা অর্থাৎ অন্বেষা হাজরা (Annwesha Hazra)

১২ ই জুন থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে ফুলকি। ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। প্রথম থেকেই টিআরপি তালিকায় নিজেদের স্থান বজায় রেখেছে। এবারেও তার অন্যথা হল না। কিন্তু প্রত্যেকবারের থেকে এই ধারাবাহিকের টিআরপি অনেকটাই আলাদা। এবারের টিআরপি টপার হয়েছে জগদ্ধাত্রী যার নম্বর ৮.৫। আর দ্বিতীয়তে রয়েছে দুজন ফুলকি এবং অনুরাগের ছোঁয়া, যার প্রাপ্ত নম্বর ৮.৪। সবেমাত্র তিন মাস শুরু হওয়া ফুলকি টিআরপি টপারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। 

zee bangla upcoming serial actress divyani mondal aka fulki's real identity

একই সাথে শুরু হওয়া একই টাইম স্লট পাওয়া ধারাবাহিক স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ পিছিয়ে রয়েছে অনেকটাই। তার প্রাপ্ত নম্বর ৬.৪। এত কম টিআরপি? ধারাবাহিকের লিড রোলে রয়েছেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। তিনি কী বলছেন এ সম্পর্কে? তিনি জানান, টিআরপি নিয়ে তার কোনোদিনই কোনো উদ্বেগ ছিল না। আজও নেই, না আছে আনন্দ না আছে দুঃখ। বর্তমান সময়ে স্টার আর জি এই দুই চ্যানেলর মধ্যে জোর টক্কর চলে টিআরপি নিয়ে।

আর অন্বেষার শুরুটা কিন্তু এই দুই চ্যানেল দিয়ে হয়নি, তার শুরুটা হয়েছিল, কালার্স, আকাশ এই সব চ্যানেল দিয়েই সে সব চ্যানেলের টিআরপি কম বলে যে তাকে ফ্লোরে কম শ্যুটিং করতে হয়েছে, এমনটা নয়। টিআরপি কমুক বা বাড়ুক ১৪ ঘন্টার কাজ ১৪ ঘন্টাতেই করতে হয়েছে। তাই এই নিয়ে তার নাচানাচি, মাতামাতি করা বা উৎসাহ জোগানো এমনটা কিছুই হয়নি। 

আরও পড়ুনঃ একটা সিরিয়ালেই হিট! তরুণ প্রজন্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘দিদি নং ১’ রচনা ব্যানার্জীর

in sadhyatara serial annwesha hazra with saurojit banerjee

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘আমরা একে অপরের সাথে কম্পিটিশন করতে আসিনি। আমি চিত্রনাট্যে বিশ্বাস করি। আমি কালার্সের কাজললতা দিয়ে শুরু করেছিলাম, আর আজ যে ফুলকি করছে দিব্যানী মন্ডল(Divyani Mondal) আমি খুশি ওর কাজে। শুধু দিব্যানী নয়,  ঋত্বিক দা (ঋত্বিক চক্রবর্তী) , এখন যার সাথে কাজ করছি সৌরজিৎ সেও রয়েছে। ওরা প্রথম কাজেই দর্শকদের এত ভালোবাসা পেয়েছে, দর্শকদের কাছের হয়ে উঠেছে, এটাই বিশাল পাওনা।’

× close ad