Abhishek Chatterjee : প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়, অভিনেতার প্রয়াণে শোকের ছাড়া টলিপাড়ায়

Abshishek Chatterjee Passes Away : বাংলা বিনোদন জগতে নক্ষত্রপতন। শোকস্তব্ধ গোটা টলিপাড়া। আচমকাই সকলকে ফাঁকি দিয়ে চির ঘুমের দেশে পারি দিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek

Desk

Abshishek Chatterjee Passes Away

Abshishek Chatterjee Passes Away : বাংলা বিনোদন জগতে নক্ষত্রপতন। শোকস্তব্ধ গোটা টলিপাড়া। আচমকাই সকলকে ফাঁকি দিয়ে চির ঘুমের দেশে পারি দিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ঘন কালো ছায়া। তার এই আচমকা মৃত্যু যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। মৃত্যুকালীন অভিনেতার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি ৯০ দশকের বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়কদের মধ্যে একজন ছিলেন। সোমবার শ্যুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। আজ গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা আকতস্মাৎ মৃত্যু ঘটে (Abshishek Chatterjee Passes Away)।

অনেক সুপরিচিত ও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাথে তিনি অভিনয় করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে সন্ধ্যা মুখোপাধ্যায় শতাব্দী রায় ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে একাধিক সিনেমা করেছেন তিনি। অভিনয়ে দক্ষতা থাকা সত্ত্বেও রাজনীতির কারণে তাকে অভিনয় জগৎ থেকে দূরে সরে থাকতে হয়েছে অনেকগুলো বছর।

Abshishek Chatterjee Passes Away

অভিনয় জগৎ থেকে দূরে থাকার দুঃখ অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) আক্ষেপের সাথে প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, একাধিক ছবি থেকে তাকে বাদ দেওয়া হতে থাকে। তার দক্ষতা থাকলেও রাজনীতি করে তাকে বিভিন্ন কারণে একের পর এক ছবি থেকে বাদ দেওয়া হলে, অভিনেতা চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। সংসার চালাতে অভিনেতাকে সেই সময় বেশ কষ্ট করতে হয়।

অভিনয়ের সুবাদে যাত্রা করে ও মাচা প্রোগ্রাম করে অভিনেতা সেই সময় সংসার চালিয়েছেন। অনেক বছর পর আবার অভিনেতাকে পর্দায় দেখা যায়। সিরিয়ালের সুবাদে। বেশ কিছু সিরিয়ালে অভিনেতাকে কাজ করতে দেখা গেছে। ‘ইচ্ছেনদী’, ‘পিতা’, ‘অন্দরমহল’, ‘খড়কুটো’ ইত্যাদি আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনেতা নিজের অসাধারণ অভিনয় দিয়ে আবারো দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন।

তার অভিনীত বিশেষ কয়েকটি সিনেমা হল ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’ , ‘মায়ের আঁচল’, ‘আলো’ ইত্যাদি। বর্তমানে অভিনেতার জীবনের শেষ কাজ হিসেবে তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে এক মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। তার মৃত্যুতে গোটা খড়কুটো পরিবার গভীর ভাবে শোকস্তব্ধ ও মর্মাহত।

× close ad