আমরা অনেক সময় ধারাবাহিকে দেখি সম্পর্কের সমীকরণ। কেউ দাদা-বোন, কেউ স্বামী-স্ত্রী, কেউ বাবা-মেয়ে ইত্যাদি ইত্যাদি। এইসব সম্পর্ক গুলো এতটাই রিয়েল ভাবে দেখানো হয়, যেখানে আমরা ভাবতে থাকি, সত্যিই এ সম্পর্ক বাস্তবসম্মত। দর্শকরা যাদের একসাথে জুটি দেখে অভ্যস্ত, নতুন ধারাবাহিক এলেও সেই পুরানো জুটিকেই খোঁজে । তেমনই একটা পুরানো বাবা-মেয়ের জুটি হল, অম্বরীশ-সম্পূর্ণা।
এই বাবা মেয়ের জুটিকে আমরা প্রথম দেখেছি জি বাংলার ‘গোয়েন্দাগিন্নি’ (Goyenda Ginni) ধারাবাহিকে। এই ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারের দেওর ছিলেন অম্বরীশ। আর তার মেয়ের ভূমিকায় ছিলেন এই সম্পূর্ণা। অন্যদিকে স্টার জলসার ‘ধূলোকণা’ (Dhulokona) ধারাবাহিকে আবারও বাবা মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে এই জুটিকে। এই জুটি এই ধারাবাহিকে বেশ সাবলীল অভিনয় করছেন।
৮ বছর আগে ২০১৪ সালে কালার্স বাংলার ‘মা দুর্গা শুরু হয়েছিল সম্পূর্ণা মন্ডলের (Sampurna Mondal) অভিনয় যাত্রা। এরপর ’করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে অভিনেত্রী একাদশ শ্রেণীর ছাত্রী। বোঝায় যাচ্ছে, খুব অল্প বয়স থেকেই শুরু করেছেন অভিনয় যাত্রা।
সম্প্রতি সম্পূর্ণা সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন, একটা ছবিতে দেখা যাচ্ছে, ৬ বছর আগে গোয়েন্দা গিন্নি ধারাবাহিকের ছবি, আর একটা ছবি এখনের অর্থাৎ ধূলোকণা ধারাবাহিকের। ক্যাপসানে লেখা, ‘তখন এবং এখন, বাবা-মেয়ে’। ট্যাগ করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) কে।
ছবি দেখে বোঝায় যাচ্ছে, মেয়ের বয়স বেড়েছে, কিন্তু বাবার বয়স একই রয়েছে। তাই তো অনুরাগীরা বলছেন, ‘চিরতরুণ বাবা’। কেউ লিখছেন, ‘চির হরিৎ বৃক্ষের মতো পর্ণমোচী পিতা’। আর একজন লিখেছেন, ‘ দেখে মনে হচ্ছে আপনার বড় দাদা।’ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য সবসময়ই এভারগ্রীন। বয়স টা তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা। জীবনে কোনো প্রভাবই পড়েনি। সেই ‘রাজা অ্যান্ড গজা’ থেকে শুরু করে বর্তমান কালে যা ধারাবাহিকে দেখা যাচ্ছে, সবসময়ই একই রকম।