পটকা অতীত! বালিঝড়ে অভিনেতা অম্বরীশের খাঁটি বাঙালি লুক দেখে মুগ্ধ দর্শকেরা

সম্প্রতি, স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে নতুন ধারাবাহিক। রাজনীতির মিশেলে ভালোবাসার গল্প ‘বালিঝড়’ (Balijhor)। এই ধারাবাহিকে প্রচুর পরিচিত মুখের অভিনেতা অভিনেত্রী আছেন। যাদের সম্প্রতি

Nandini

actor ambarish bhattacharya's new look surprised netizen

সম্প্রতি, স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে নতুন ধারাবাহিক। রাজনীতির মিশেলে ভালোবাসার গল্প ‘বালিঝড়’ (Balijhor)। এই ধারাবাহিকে প্রচুর পরিচিত মুখের অভিনেতা অভিনেত্রী আছেন। যাদের সম্প্রতি শেষ হওয়া দুটি ধারাবাহিকে দেখা গিয়েছিলো। স্টার জলসার দুটি জনপ্রিয় ও চর্চিত সিরিয়াল ছিল ‘খড়কুটো’ ও ‘ধূলোকনা’। খড়কুটো ধারাবাহিকের গুনগুন সৌজন্যের জুটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। অন্যদিকে ধূলোকনাতেও লালন ফুলঝুরি সহ গোটা পরিবারই এক অন্যরকম জায়গা করে নিয়েছিল দর্শকের মনে।

দর্শক সৌগুন জুটিকে এতটাই পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন যে খড়কুটো শেষ হওয়ার পর দর্শকের দাবি ছিল সৌগুন জুটিকে পর্দায় আরেকবার ফিরিয়ে আনা হোক। যদিও বর্তমানে জুটি ফিরিয়ে আনাও বাংলা ধারাবাহিকের একটা নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। অনেক পুরোনো জনপ্রিয় জুটিকেই পর্দায় নতুন রূপে দেখা গেছে। সাথে দর্শকের প্রিয় পটকাকে, অর্থাৎ অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যকে (Ambarish Bhattacharya)।

after watching balijhor first episode audience got confused

তাই দর্শকের ইচ্ছাপূরণে লেখিকা লীনা গাঙ্গুলী আবারও জনপ্রিয় সৌগুন জুটিকে ফিরিয়ে এনেছেন। তবে এই জুটির মাঝে এক তৃতীয় সম্পর্কের সমীকরণ বুনেছেন তিনি। এবারে বালিঝড়ে শুধু ঝোরা আর মহার্ঘ্যই নয় আছে স্রোতও। ঝোরা স্রোতের হবে নাকি মহার্ঘ্যর সাথে আবার পুরোনো জুটির নতুন সমীকরণ দেখা যাবে তা সময়ের সাথে গল্প এগোলেই বোঝা যাবে।

তবে অনেকও চেনা চরিত্রের ভিড়ে এই ধারাবাহিকের দেখা পাওয়া গেলো আরও এক মজাদার চরিত্রের। মজাদার চরিত্রই বটে। হাসির চরিত্রই হোক কিংবা গম্ভীর কোন চরিত্র অভিনয়ে তার জুড়ি মেলা ভার। খড়কুটোর হাসিখুশি পটকা আর ধূলোকনার ডাক্তারবাবু এবার নতুন ভাবে ধরা দিলেন বালিঝড়ে। তিনি এখানে সম্পূর্ণ অন্যরকম চরিত্রে ধরা দিয়েছেন।

ambarish bhattacharya's new look surprised netizen

সাদা লালের নকশি করা পাঞ্জাবি, সাদা ধুতি, সিঁথে কেটে দুভাগে আঁচড়ানো চুল আর চোখে বড় চশমা। যিনি সর্বদা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেন। যার কাছে সর্বদা হৈ হুল্লোড়, নাচ-গান এই সবই বৃথা সময় নষ্টের মত। তার চরিত্রটি এখনও কতটা মজাদার বা কতটা গম্ভীর তা যদিও বোঝা যায়নি। তবে তিনি যে আবার দর্শককে মুগ্ধ করতে চলেছেন নিজের অভিনয়ে তা স্পষ্ট।

× close ad