জী বাংলা চ্যানেলের সাম্প্রতিক ধারাবাহিক ‘গৌরী এলো’ এখন দর্শকের ভীষণ পছন্দের একটি সিরিয়াল। এই ধারাবাহিক আর বাকি পাঁচটা ধারাবাহিকের মতো নয়। আধ্যাত্মিক গল্পের সংমিশ্রনে তৈরী করা হয়েছে এই ধারাবাহিক। এইরকম ধারাবাহিক এর আগে হয়নি এমনটা নয় তবে এই ধারাবাহিকের একেবারে হর-গৌরী জুটি অর্থাৎ ইশান ও গৌরীর জুটিকে দর্শক ভীষণ পছন্দ করেন।
এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maity) ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Bandyopadhyay)। এই ধারাবাহিক অভিনেত্রী মোহনার অভিনয়ের প্রথম সিঁড়ি। তবে অভিনেতা বিশ্বরূপ একদম প্রথম বা নবাগত অভিনেতা নন। পর্দায় ইশান ও গৌরীর সম্পর্কের রসায়ন টেক্কা দিতে চলেছে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’কেও। তাদের মাঝে গড়ে ওঠা সম্পর্কে দর্শক বেশ খুশি। তার প্রমান অবশ্য এই সপ্তাহের টিআরপি তালিকাই।
View this post on Instagram
এই সপ্তাহে টিআরপি তালিকায় ‘গৌরী এলো’ ধারাবাহিকটি দ্বিতীয় স্থান পর্যন্ত পৌঁছে গেছে। হয়ত প্রথম স্থানেও দেখা যাবে তাকে খুব শীঘ্রই। অনুরাগীরা সেই আশাই করছেন। তবে পর্দার এই জনপ্রিয় জুটি বাস্তবে কতটা বন্ধুর মতো তা নিয়ে তো দর্শকের উৎসুকতা থেকেই যায় তাইনা? পর্দার রসায়ন কি বাস্তবেও কাজ করে নাকি অন্যরকম কোনো সম্পর্ক অভিনেতা অভিনেত্রীর মাঝে?
এই নিয়ে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। অভিনেতা জানিয়েছেন, তার অভিনয় জীবনের এখনও পর্যন্ত অভিজ্ঞতা বেশ অন্যরকম। কারণ তিনি যাদের বা যে সমস্ত অভিনেত্রীদের বিপরীতে কাজ করেছেন তারা সকলেই তার থেকে বয়সে অনেক ছোট। অভিনেতার কথায় তিনি এখন বাচ্চা সামলাতে অভস্থ্য হয়ে গেছেন।
View this post on Instagram
আসলে অভিনেত্রী মোহনা অর্থাৎ পর্দার গৌরী বাস্তবে অনেকটাই ছোট অভিনেতার থেকে। অভিনেতা জানিয়েছেন মোহনা তার থেকে বয়সে প্রায় ১৮ বছরের ছোট। তবে এটা মোহনার প্রথম কাজ হলেও সে খুব তাড়াতাড়ি সবটা শিখে নিতে শুরু করেছে। তবে প্রথমে অভিনেতাকে একটু বেশিই পরিশ্রম করতে হত একথাও তিনি স্বীকার করেছেন। বয়সে বড়ো হওয়ার কারণে আর কিছুটা অভিজ্ঞ অভিনেতা হিসাবেও বটে তার কাঁধে দ্বায়িত্ব তো ছিলই।
এরপর অভিনেতা তার ও মোহনার পর্দার কেমিস্ট্রি সম্পর্কে বলেন, ‘অভিনয়ে কেমিস্ট্রি তো ঠিক হয়না, সম্পর্কের সরলীকরণটাই আসল, আর সেটাই ফুটিয়ে তোলে একটা চরিত্রকে’ এর পর অভিনেতা আরও জানান তিনি সম্পূর্ণ এক অন্য জগৎ থেকে অভিনয়ে আসেন। প্রথম প্রথম ভালো না লাগলেও এখন তিনি অভিনয়টাকে ভালোবেসে ফেলেছেন। আর দর্শকের ভালোবাসা ও আশীর্বাদই অভিনেতার কাম্য।