অনুজের পরকীয়া দেখে অতিষ্ট দর্শক, ‘গুড্ডি’র জীবনে তাই এবার নতুন নায়ক! মোড় ঘুরল ধারাবাহিকের

ধারাবাহিকের গল্পের থেকে গুরুত্ব দেওয়া হয়, টিআরপিকেই। ধারাবাহিকের শেষ কথা বলে টিআরপিই। টিআরপি তালিকায় যার নাম থাকবে, সেই-ই টিকে থাকবে শেষ পর্যন্ত। কে না চায়,

Saranna

actor debottam majumdar enter in guddi serial

ধারাবাহিকের গল্পের থেকে গুরুত্ব দেওয়া হয়, টিআরপিকেই। ধারাবাহিকের শেষ কথা বলে টিআরপিই। টিআরপি তালিকায় যার নাম থাকবে, সেই-ই টিকে থাকবে শেষ পর্যন্ত। কে না চায়, ধারাবাহিক এখনও চলুক বহু বছর, সবাই ই চায়। আর তাই তো ধারাবাহিকে ধারাবাহিক নির্মাতারা আনেন একের পর এক টুইস্ট। এই টুইস্ট আনার কারণ একটাই, যাতে ধারাবাহিকটি দেখার আগ্রহ বাড়ে।

সেই মতো স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi) তে আনা হল বড় রকমের টুইস্ট। এই ধারাবাহিকটি সকলের কাছেই জনপ্রিয়। ধারাবাহিক নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল এবং সমালোচনা হতে দেখা যায়। কারণ যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, অনুজ যখন গুড্ডির কাছে থাকে তখন শিরিন কে চায়, আর শিরিনের কাছে থাকলে গুড্ডিকে চায়। এই কারণেই বেশ সমালোচিত হতে দেখা যায়।

guddi

অনুজের পরকীয়া কে একধারে রেখে, ধারাবাহিক নির্মাতা, আনলেন বড়সড় টুইস্ট। গুড্ডির জীবনে আনলেন নতুন নায়ক কে। এবার উচিত শিক্ষা পাবে অনুজ। দর্শকরা এটাই বলছেন। এতদিন অনুজ গুড্ডির ইমোশন নিয়ে খেলা করেছে। এবার এই খেলার শেষ হবে। এক অনুরাগী তাই লিখেছেন, ‘গুড্ডির জন্যই এই নায়ক একদম ঠিক আছে এতদিনে হয়তো পরকীয়া বন্ধ হবে’।

অনুজ যে হসপিটালে ভর্তি রয়েছে, সেখানেই গুড্ডির সাথে দেখা হয় নতুন নায়কের। গুড্ডি অনুজের অসুস্থতার খবর পেয়ে, ছুটে চলে আসেন তার স্যার জি কে দেখার জন্য। আর ছুটে আসার সময়ই ধাক্কা লাগে একজন চিকিৎসকের সঙ্গে। সেই চিকিৎসক তাকে কথা শোনায়, ‘চোখে দেখতে পান না, ব্লাইন্ড? কোত্থেকে আসে এরা কে জানে’।

guddi serial

শুরুটা হল ঝগড়ার মধ্যে দিয়েই। তার মানেই বোঝা যাচ্ছে বড়সড় চমক। আবার এই চিকিৎসক আর কেউ নন টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় সফল এক অভিনেতা দেবোত্তম মজুমদার (Debottam Majumdar)। দেবোত্তম আসা মানেই তার চরিত্রের রয়েছে বিশেষ ব্যাখা। এর সাথেই গুড্ডির বিশেষ সম্পর্ক গড়ে উঠবে, এমনটাই মনে করছেন দর্শকরা।

× close ad