ঘাড় ধাক্কাই বাকি ছিল, স্টুডিও থেকে! ১৪ বছরের অভিনয় জীবন নিয়ে অকপট অভিনেতা দেবোত্তম

বাংলা টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ দেবোত্তম মজুমদার (Debottam Majumder)। এই অভিনেতা সকলের কাছে বেশ পরিচিত। বেশ হ্যান্ডসাম দেখতে। এই অভিনেতা মুখ্য চরিত্রের থেকে কোনো

Saranna

actor debottam majumder openup about his work experience

বাংলা টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ দেবোত্তম মজুমদার (Debottam Majumder)। এই অভিনেতা সকলের কাছে বেশ পরিচিত। বেশ হ্যান্ডসাম দেখতে। এই অভিনেতা মুখ্য চরিত্রের থেকে কোনো অংশে কম যান না। এতটাই সুন্দর তিনি। তাঁর অভিনয়ও সকলের বেশ মন কেরে নেয়। এই অভিনেতার জনপ্রিয়তার পথ এতটাও মসৃণ ছিল না। বেশ কাঁটাবিছানো ছিল।

দেখতে দেখতে এই অভিনয়ের কেরিয়ার জীবন ১৪ টা বছর। ইটিভি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে অভিনয় জীবনের শুরু হয়। থিয়েটার থেকে উঠে এসেছেন তিনি। তবে তাঁকে জনপ্রিয়তা দিয়েছে, ‘কেয়া পাতার নৌকা’। এই ধারাবাহিকটি যে তার জীবনের শ্রেষ্ঠ ধারাবাহিক সেটা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন।

debottam majumder

বর্তমানে তাকে দেখা যাচ্ছে, ‘সোহাগ চাঁদ’ ও ‘গুড্ডি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের অভিনয় সকলেরই বেশ পছন্দের। এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু অজানা কথা শেয়ার করেছেন। প্রথম জীবনে তিনি ছিলেন, মেডিকেল রিপ্রেজেন্টিভ। তিন বছর এই কাজ করেছিলেন। কিন্তু তিনি যেহেতু থিয়েটার ভালোবাসেন, তাই তিনি চাকরি ছেড়ে অভিনয়ে ফিরে আসেন।

অভিনয়ে আসার সময়ে জীবনে গেছে অনেক স্ট্রাগল। সেই সময় তার পাশে ছিলেন, তৎকালীন প্রেমিকা আর বর্তমানের স্ত্রী। মেয়ে পরিবার নিয়েই তিনি থাকতে ভালোবাসেন। ইন্ডাস্ট্রিতে তার বন্ধু সংখ্যা অনেক কম। বেশি লাইমলাইটে থাকেন না। তিনি সবসময় নিজের জীবন একটু আড়ালে রাখতেই ভালোবাসেন।

একবার এনটিওয়ান স্টুডিওতে তিনি একজনের সাথে দেখা করতে গিয়েছিলেন, সেখানে তাকে ঢুকতে দেননি। এমনই ব্যবহার করেছেন শুধু ধাক্কা দিতেই বাকি রেখেছিলেন। তিনি কেঁদেই ফেলেছিলেন এই ব্যবহার দেখে, কেন বের করে দেওয়া হল। আর সেই ব্যবহার টা পেয়েছিলেন বলেই, জীবনে এত সফল হতে পেরেছিলেন। তাই তাকে ধন্যবাদ জানিয়েছেন, এত সফল হওয়ার জন্য। জীবনে তিনি অনেক কিছু পেয়েছেন, তিনি যেটার যোগ্য নয়, তার থেকে বেশি সুন্দর চরিত্র পেয়েছেন।

× close ad