পায়ে প্লাস্টার নিয়েই শুটিং ফ্লোরে, ‘অনুরাগের ছোঁয়া’র সূর্যকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি এখন সবসময় শিরোনামে। কারণ টিআরপি তালিকায় সবার শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিক।

Saranna

actor dibyajyoti dutta in suting floor with his broken leg

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি এখন সবসময় শিরোনামে। কারণ টিআরপি তালিকায় সবার শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের কাহিনী দর্শকদের বেশ পছন্দ বলেই, গত কয়েকমাস ধরে রয়েছে টিআরপি তালিকায়। ধারাবাহিকের এত সুন্দর কাহিনী, এত সুন্দর চমকের জন্যই সকলের কাছে প্রিয় এই ধারাবাহিক।

শুধু ধারাবাহিকের কাহিনী নয়, ধারাবাহিকের মানুষদেরও দর্শকরা বেশ পছন্দ করেন। বিশেষ করে সূর্য-দীপা সকলেরই নয়নের মণি। আর এই মানুষ দুটো যেহেতু পছন্দের সকলের, তাই এদের দুঃখ কষ্ট তে দর্শকরাও কষ্ট পায়। সম্প্রতি ঘটল এরকমই ঘটনা। সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্তের বিপদে উদ্বিগ্ন তাঁর সমস্ত অনুরাগীরা।

anurager chhowa dibyajyoti dutta in suting floor with his broken leg

সম্প্রতি শনিবার দিব্যজ্যোতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি দেন, সেখানে দেখা যাচ্ছে, দিব্যজ্যোতি দু পা মেলে হেলাম দিয়ে দেওয়ালে বসে রয়েছেন আর পায়ে রয়েছে প্লাস্টার জড়ানো। এই অবস্থাতে তিনি পজিটিভ বার্তা দিয়ে ক্যাপশনে লিখেছেন , ‘জীবন খুব সুন্দর, তাই হাসতে ভুলনা’। তাঁর এরকম ছবি দেখে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। কী করে হল এসব? এখন কেমন আছেন? এমন নানারকম প্রশ্ন করছেন অনুরাগীরা।

শোনা যাচ্ছে, দিন দুয়েক আগে নাচতে গিয়ে, আচমকাই পায়ে চোট লাগে। প্রথমে ডাক্তার জানান, পায়ে চির ধরেছে। কিন্তু পরে জানা যায়, পা ভেঙে গেছে। আর তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্লাস্টার করান। তাহলে কি শ্যুটিং বন্ধ? শ্যুটিং বন্ধ নয়, এই নিয়েই তিনি কাজ করছেন। দিব্যজ্যোতির কথায়, ‘কি করব, কাজ বন্ধ করলে তো হবে না’।

মেগাতে খুবই চাপ থাকে, ছুটির কোনো চিহ্ন থাকেনা। প্রতি মাসের দ্বিতীয় রবিবার ছুটি থাকে। আর তাই এই অবস্থাতে তিনি কাজ করে যাচ্ছেন। তবে কীভাবে এসব ঘটল তিনি বুঝতে পারেননি। তবে বেশ ব্যাথা রয়েছে। শ্যুটিং এর কাজ করলেও, সমস্ত শারিরীক চর্চা থেকে বিরত রয়েছেন। তাঁর সুস্থতা কামনা করছেন, তাঁর সমস্ত অনুরাগীরা।

× close ad