ধারাবাহিকের কাহিনী যতই ইন্টারেস্টিং হোক না কেন, শেষ কথা বলে টিআরপি। কারণ এই টিআরপির জন্যই পুরানো ধারাবাহিক গুলো টিকে আছে, আবার এই টিআরপির জন্যই নতুন ধারাবাহিকের আগমন হচ্ছে। ধারাবাহিক নির্মাতারা যখন দেখেন তাদের ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করছে না, তখন তারা চেষ্টা করে ভালো ধারাবাহিক আনার, তাই পুরানো সরিয়ে নতুন আনে।
তাই তো ধারাবাহিক নির্মাতা থেকে অনুরাগীরা সকলেই লক্ষ্য রাখেন প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায়। প্রত্যেক বৃহস্পতিবার টিআরপির ফলাফল বের হয়। কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে সবার প্রথমে রয়েছে একটাই ধারাবাহিক সেটা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যেখানে সব ধারাবাহিক চেষ্টা করে চলেছে প্রথমে যাওয়ার, সেই সব ধারাবাহিককে হারিয়ে সবার প্রথমে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া। প্রথমে জায়গা করে নিলেও শান্তি নেই। কারণ তাদের কে টেক্কা দেওয়ার জন্য ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ‘জগদ্ধাত্রী’।
গত সপ্তাহে অনুরাগের ছোঁয়ার টিআরপি ছিল, ৯.২। কিন্তু এই সপ্তাহে কমে হয়েছে ৮.৮। আর তার থেকে ০.২-তে পিছনে রয়েছে জগদ্ধাত্রী। পরের সপ্তাহে জগদ্ধাত্রী হয়ত প্রথমে থাকতে পারে। জগদ্ধাত্রী আর অনুরাগের ছোঁয়ার মধ্যে চলছে জোর টক্কর। তাহলে কি সত্যিই প্রথম থেকে সরে যাবে অনুরাগের ছোঁয়া। এই প্রসঙ্গে মুখ খুললেন অনুরাগের ছোঁয়ার সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। তিনি জানান, ‘বর্তমানে আমাদের টিআরপি স্কোর কমছে।
আমাদের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে অন্য ধারাবাহিক। কিন্তু তা সত্ত্বেও আমরা ১ নম্বরে আছি। আর এই এক নম্বরে থাকা নিসন্দেহে আনন্দের ব্যাপার। যারা ১ নম্বরে থাকে তাদের ১ নম্বর জায়গাটা ধরে রাখার জন্য যেমন লড়াই করতে হয়, তেমনই যারা ১০ নম্বরে থাকে তাদের ১ নম্বরে যাওয়ার জন্য লড়াই করতে হয়। তাই যদি অন্যকেউ টপার হয়, তাহলে আমার খারাপ লাগবে না। কারণ সবটাই পরিশ্রমের ফল।
তাই ওরা টপার হলে বুঝব ওরা আমাদের চেয়ে বেশি পরিশ্রম করেছে। ’বর্তমানে অনুরাগের ছোঁয়ার দর্শকরা বেশ চমক খুঁজে পাচ্ছেন ধারাবাহিক থেকে। তাই তো তারা মুখিয়ে থাকে প্রত্যেক দিন। কখনো দেখা যায় দীপার জন্য সূর্যের আকুল মন, আবার কখনো দেখা যায় দীপার উপর প্রচন্ড রাগ, আবার কখনো তাঁকে মিস করতেও দেখা যায়। এই টক-ঝাল-মিষ্টির আবর্তিত প্রেমকাহিনী সকলেরই বেশ ভালো লাগছে।