ইন্দ্রাশিষের সাথে জুটিতে সৌমিতৃষা! নতুন প্রজেক্টে ‘মিঠাইরানী’

Indrasish-Soumitrisha : বাংলা সিরিয়াল (Bengali Serial) জগতে বেশ পরিচিত একটি চরিত্রের নাম ‘মিঠাই'(Mithai)। যাকে দুই বছরেরও বেশি সময় ধরে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। আজও সেই

Nandini

actor indrasish and soumitrisha coming on new web series as pair

Indrasish-Soumitrisha : বাংলা সিরিয়াল (Bengali Serial) জগতে বেশ পরিচিত একটি চরিত্রের নাম ‘মিঠাই'(Mithai)। যাকে দুই বছরেরও বেশি সময় ধরে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। আজও সেই চরিত্রকে নিজেদের মনে বিশেষ জায়গায় স্থান দেন অনুরাগীরা। আর এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) তিনিও ‘মিঠাই’ চরিত্রের দৌলতে আজ সবার মাঝে পরিচিত।

আর সৌমিতৃষার মতনই ধারাবাহিক জগতের আরেক পরিচিত মুখ হলেন ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy)। তাকে যেমন ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে পেয়েছেন দর্শক পাশাপাশি তাকে সিনেমার পর্দাতেও সমান তালে পেয়েছেন অনুরাগীরা। সৌমিতৃষা সিরিয়াল দিয়ে যাত্রা শুরু করলেও সিরিয়ালেই তিনি থেমে নেই। ইতিমধ্যে বড়পর্দায় দেখা মিলেছে তার। আর এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি, খবর প্রকাশ্যে এসেছে খুব শীঘ্রই আভিনেত্রীর প্রথম ওয়েব সিরিজ (Web Series) ‘কালরাত্রি’ (Kalratri) প্রকাশ পেতে চলেছে। এই সিরিজে ‘দেবী’র চরিত্রে অভিনয় করবেন সৌমিতৃষা। আর তার স্বামীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিষকে। সিরিজের গল্প অনুযায়ী, দেবীর বিয়ে হয় এক বনেদি পরিবারে। কালরাত্রিতে তার স্বামী খুন হয়। কে বা কেন এই খুন তাই নিয়েই এই গল্প।

আরও পড়ুনঃ সুইটি তাড়াও অভিযানে দত্ত বাড়ির নতুন ছদ্মবেশ, পর্ণার এক চালেই সুইটি কুপোকাত!

আবার দেবীর এক বন্ধু মায়া আগে থেকেই দেবীকে নিয়ে এই ভবিষ্যবাণী করেছিল যে, বিয়ের পরেই দেবীর বর মারা যাবে। সব মিলিয়ে এই বিরাট রহস্যের ঘনাবে এই সিরিজে। সৌমিতৃষা নিজের আসন্ন প্রজেক্ট নিয়ে বেশ উৎসাহিত হয়ে আছেন। আরও জানা গেছে, এই সিরিজে সৌমিতৃষা-ইন্দ্রাশিষের পাশাপাশি দেখা যাবে অভিনেতা রাজদীপ সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র আর সৈরিতিকেও। এই গল্পে সৌমিতৃষাকে নতুন রূপে নতুন চরিত্রে দেখার আশায় ভক্তরা।