নায়ক নাকি খলনায়ক কোন চরিত্রে ফিরছে ‘লালন’? ‘স্রোত’কে নিয়ে মুখ খুললেন অভিনেতা ইন্দ্রাশিষ

এখন যেন ট্রেন্ড চলছে ধারাবাহিকের প্রতিটা চ্যানেলে। জি বাংলা থেকে শুরু করে সান বাংলা সব চ্যানেলেই যেন নতুন ধারাবাহিকের রমরমা বাজার। এই তো জি বাংলায়

Saranna

actor indrasish roy openup about his srot character

এখন যেন ট্রেন্ড চলছে ধারাবাহিকের প্রতিটা চ্যানেলে। জি বাংলা থেকে শুরু করে সান বাংলা সব চ্যানেলেই যেন নতুন ধারাবাহিকের রমরমা বাজার। এই তো জি বাংলায় এসেছে একের পর এক ধারাবাহিক। আর তাই স্টার জলসা (Star Jalsha) কেন পিছিয়ে থাকবে? তারাও আনছে একের পর এক নতুন ধারাবাহিক। সম্প্রতি নতুন ধারাবাহিকগুলো প্রায় শুরুও হয়ে গিয়েছে। আবার কিছু ধারাবাহিকের সবেমাত্র স্লট ঘোষণা হয়েছে।

এই স্লট ঘোষণা হওয়া ধারাবাহিকের মধ্যে একটি হল ‘বালিঝড়’ (Balijhor)। ধারাবাহিকের কাহিনীতে দেখা গেছে, একটা ত্রিকোণ প্রেমের কাহিনী। দুটো স্ট্রং পপুলার নায়কের সাথে রয়েছে একটা স্ট্রং অভিনেত্রী। অর্থাৎ ধারাবাহিকে থাকছেন। তৃণা সাহা, ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy) ও কৌশিক রায়। কিন্তু দুই নায়কের মাঝে কে ভালো আর কে খারাপ? অর্থাৎ কার চরিত্র কি রকম? এই প্রশ্নের উত্তর দিলেন ইন্দ্রাশিষ।

star jalsha upcoming serial balijhor

এই প্রশ্নটা দর্শকদের মাঝে চলেই আসে। তবে কে পজিটিভ আর কে নেগেটিভ তা এই ধারাবাহিকের চরিত্রের বিষয় নয়। ধারাবাহিকের মূল কাহিনী সমুদ্র সেন, মহার্ঘ্য, ঝোরা এবং স্রোতকে নিয়ে। মহার্ঘ্যর চরিত্রে থাকছেন কৌশিক রায়, আর স্রোতের চরিত্রে থাকছেন ইন্দ্রাশিষ রায় এবং ঝোরার চরিত্রে দেখা যাবে তৃণা সাহাকে। আর সমুদ্র সেন হলেন ঝোরার বাবা।

কৌশিক আর তৃণার জুটি ‘খড়কুটো’ ধারাবাহিক থেকেই বেশ জনপ্রিয় হয়েছিলেন। দর্শকরা তাই চেয়েছিলেন, তাদের জুটি হিসেবে দেখানো হোক। আর তাই এই ধারাবাহিকে আবারও সেই জুটি। কিন্তু তার মাঝে তো রয়েছে ইন্দ্রাশিষ। তাহলে কি করে সম্ভব হবে কৌশিক-তৃণা জুটি? ইন্দ্রাশিষ তাঁর চরিত্র সম্পর্কে জানান, এই চরিত্র এর আগে তিনি করেননি, এটা একটা নতুন চরিত্র। এমনকি তিনি বাস্তব জীবনেও এমন চরিত্রের অধিকারী নন। তিনি জানিয়েছেন, লালন ও স্রোত দুটি সম্পূর্ণ ভিন্ন চরিত্র হতে চলেছে।

অন্যদিকে ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, ঝোরার বাবা সমুদ্র সেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মানুষ। তিনি নিজের সবকিছু দিয়ে গড়ে তুলেছেন মহার্ঘ্যর মত একটা মানুষকে। আর তাই তিনি চান মহার্ঘ্যর সাথে ঝোরার বিয়ে দিতে। অন্যদিকে ঝোরা ভালোবাসে মধ্যবিত্ত স্রোতকে। এবার দেখার পালা কীভাবে কাহিনী এগোয়।

× close ad