বিনোদন মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। সারাদিনের কর্মব্যস্ততা থেকে মুক্তি পেলে মানুষ একটু নিজের আনন্দ খুঁজতে চান। আর সেই আনন্দটুকু অনেকেই বিনোদনের মাধ্যমে উপভোগ করেন। সিরিয়াল মানুষের বাস্তব জীবনের ধাঁচে গড়ে ওঠে। পর্দার চরিত্ররা কখন যে বাড়ির অন্দরে ধরা দেয় সেই উপলব্ধি দর্শক করতে পারেন। এমন অনেক সিরিয়াল আছে যেগুলো পর্দায় শেষ হয়ে গেলেও মানুষের মনে ঠিক গেঁথে থাকে। আর এমনই একটি ধারাবাহিক হল ‘ওগো বধূ সুন্দরী’ (Ogo Bodhu Sundari)।
২০০৯ সালের একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ওগো বধূ সুন্দরী’। ঈশান-ললিতার প্রেম পাশাপাশি একান্নবর্তী পরিবার এই নিয়েই ধারাবাহিকের একটি সুন্দর কাহিনী ছিল। এখানে ললিতার ভূমিকায় অভিনয় করেছেন, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আর ঈশানের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা রাজদীপ গুপ্তকে (Rajdeep Gupta)। একজন শহুরে নিউক্লিয়ার ফ্যামিলিতে অভ্যস্ত মডার্ন মেয়ে কীভাবে একান্নবর্তী পরিবারে এসে নিজেকে মানিয়ে নেবে, সেই পন্থা অধীর আগ্রহের সহিত দেখত দর্শকরা।
ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০০৯ সালে, শেষ হয় ২০১০ সালে। লকডাউনের সময় আবার একবার দর্শকের পছন্দকে মাথায় রেখে চ্যানেলে রিপিট করা হয়েছিল। ঋতাভরী চক্রবর্তী এখান থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে তিনি বড় পর্দায় কাজ করছেন, এমনকি বলিউডেও ডেবিউ ঘটেছে তার। ক্যাটরিনা কাইফের সাথেও কাজ করেছেন। কিন্তু অভিনেতা রাজদীপ গুহ? তিনি কোথায়? কি করছেন তিনি?
দর্শকদের জন্য সুখবর প্রায় পাঁচ বছর পর অভিনেতা রাজদীপ গুপ্ত আবার আসতে চলেছেন ছোটপর্দায়। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নবনীতা দাসকে (Nabanita Das)। যিনি অভিনয় করেছেন, ‘দ্বীপ জেলে যাই’, ‘মহাপীঠ তারাপীঠ’ সহ অনেক বিখ্যাত ধারাবাহিকে। নবনীতার শেষ ধারাবাহিক ছিল, মহাপীঠ তারাপীঠ, এই ধারাবাহিকের পর আর তাঁকে দেখা যায়নি, এবার এক নতুন চরিত্রের মাধ্যমেই পর্দায় ফিরতে পারেন তিনি।
এ বিষয়ে অভিনেতা রাজদীপ গুপ্ত বলেন, ‘এখনও পাকাপাকিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই আমি কিছু বলতে পারবনা এ বিষয়ে’। তবে সূত্রের খবর, কাল ছিল চরিত্রের লুক টেস্ট, মহালয়ার পর পুরো সিদ্ধান্ত নেওয়া হবে। এবার দেখার পালা শেষপর্যন্ত কি হয়? নবনীতা আর রাজদীপ একসাথে জুটি বাঁধে নাকি, অন্য কাউকে দেখা যাবে, তাদের একে অপরের বিপরীতে।
উল্লেখ্য, অভিনেতা রাজদীপ গুপ্ত ছোটো পর্দা থেকে দূরে ছিলেন ঠিকই, কিন্তু তাঁকে দেখা গেছে ওয়েব সিরিজে। যার মধ্যে উল্লেখযোগ্য, ‘জাপানী টয়’, ‘মিসম্যাচ’, ‘মার্ডার ইন দ্য হিলস্’, ‘মহাভারত মাডার্স’ প্রভৃতিতে। এছাড়াও কাজ করেছেন বিভিন্ন সিনেমায় যার মধ্যে উল্লেখযোগ্য, ‘মুক্তি’, ‘ভাড়াটে’, ‘বাঘ বন্দী খেলা’, ‘মন জানে না’ প্রভৃতি সিনেমায়।