জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকদের বেশ মন কেড়ে নিয়েছে। এই ধারাবাহিকে ফুটে উঠেছে একটা পারিবারিক চিত্র। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য এবং রয়েছে রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। রণজয় সকলের কাছেই প্রিয় অভিনেতা। এই অভিনেতার কিন্তু আসল নাম রণজয় বিষ্ণু নয়, জানেন কী আসল নাম? জেনে নিন তাহলে।
কোন গোপনে মন ভেসেছের আগে অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হওয়ার পর ভেবেছিলেন কিছুদিন ধারাবাহিকে অভিনয় করবেন না। কিন্তু গুড্ডি শেষ হওয়ার আগেই তাঁর কাছে এই ধারাবাহিকের সুযোগ আসে, আর অভিনেতা রাজি হয়ে যান। তবে শুধু ধারাবাহিক নয়, হাতে রয়েছে ছবির কাজও, এপ্রিলে শুরু হবে শ্যুটিং।
এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয় রণজয় বিষ্ণুর ‘বিষ্ণু’ টা কি পদবী? তিনি জানান, এটা পদবী নয় এটা উপাধি। তাঁর ঠাকুরদা ছিলেন জওহরলাল নেহেরুর ইন্টারপ্রেটার তিনিই দিয়েছিলেন এই উপাধি। আগে নাম লিখতে অনেক সময় লাগত। তাহলে আসল পদবী কী অভিনেতার? এ প্রসঙ্গে তিনি জানান, ‘জানি না, বাড়িতে জিজ্ঞাসা করতে হবে চৌধুরী বা মজুমদার হবে’।
আরও পড়ুনঃ ‘বিপদে দত্তবাড়ি হোমস্টে’, পর্ণার বুদ্ধিতে উল্টে গেল মৌমিতার চাল, ধুন্ধুমার পর্ব ধারাবাহিকে
প্রসঙ্গত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রণজয়। অভিনয় জীবন শুরু হয় ২০০৮ এ। অভিনয়ে আসার আগে ড্রয়িং টিচার ছিলেন। মাসে চারটে ক্লাসে পেতেন ৩০০ টাকা। সেটা দিয়ে তো আর সংসারের দায়িত্ব মেটানো যায়না। চাকরিতে যোগ দেন। অভিনয় করবেন সেটা ভাবেননি। জুনিয়র আর্টিস্ট হিসেবে শুরু হয় কেরিয়ার। দিনে পেতেন ৩০০ টাকা।
View this post on Instagram
এরপরই ইন্ডাস্ট্রিতে ভালো কাজের সুযোগ পান। বড় পর্দাতেও অভিনয় করেছেন। বড় পর্দার কাজ ছেড়ে ছোটো পর্দাতে কাজ করছেন। এর কারণ হিসেবে জানিয়েছেন, ‘খারাপ ছবির থেকে ধারাবাহিকে কাজ করা ভালো । টাকার জন্য খারাপ ছবি করতে পারব না’।