বিপদের উপর বিপদ। রিল লাইফ এবং রিয়েল লাইফ কোনো লাইফেই বিপদ পিছু ছাড়ছেনা জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের (Rubel Das)। রিল লাইফে দেখা যাচ্ছে, চাকরি চলে গিয়ে চিন্তাগ্রস্থ, আর রিয়েল লাইফে ঠ্যাং খোঁড়া করে বসে আছেন। কার কথা বলছি বুঝতেই পারছেন? হ্যাঁ আমি বলছি অভিনেতা রুবেল দাসের কথা। যিনি বর্তমানে অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে সৃজনের চরিত্রে।
ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন রুবেল। এই ধারাবাহিকেরই একটা অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুটিং সারতে গিয়েই ঘটে যায় বিপত্তি। বাসের মাথা থেকে লাফ দিতে গিয়ে দু পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। আসলে যে জায়গা তে তিনি লাফ দিয়ে পড়েছিলেন সেই জায়গাটা বড়োই এবড়োখেবড়ো। দূর্ঘটনার সাথে সাথেই পরামর্শ নেওয়া হয় চিকিৎসকের। ২ পায়ে ইতিমধ্যেই প্লাস্টার করা হয়েছে। আপাতত বারাসাতের বাড়িতে বিশ্রামরত অবস্থায় রয়েছেন।
এ প্রসঙ্গে রুবেল দাস (Rubel Das) জানিয়েছেন, চিকিৎসক তাঁকে এক দেড় মাস বাড়িতেই বিশ্রাম নিতে বলেছেন। শ্যুটিং একেবারেই করা যাবেনা। প্রয়োজনে হতে পারে অস্ত্রোপচার। রুবেল গল্পের নায়ক, সে বিশ্রাম নিলে নিম ফুলের মধুর শ্যুটিং কীভাবে হবে? তা নিয়ে সকলেই বেশ চিন্তিত। সিরিয়ালের শ্যুটিং ব্যাঙ্ক করে রাখবার জন্য এমনিতেই চাপ থাকে ধারাবাহিকের কলাকুশলীদের। এমতাবস্থায় কি হয় সেটাই দেখার।
তবে রুবেল জানিয়েছেন, ডাক্তারের সিদ্ধান্ত মেনেই চলতে হবে, পায়ে চিড় ধরেছে। রুবেল ধারাবাহিক নির্মাতাদের জানিয়েছেন, তাঁর পক্ষে যা করা সম্ভব সেটা করবেন। ইতিমধ্যেই রুবেলের বাড়িতে শ্যুটিং হয়েছে একটা। দেখা যাক এভাবে এগোতে পারে কি না। আগের চেয়ে একটু ভালো আছেন। তাই মুখ বদলাচ্ছেনা সৃজনের। এটাও একটা শান্তি অনুরাগীদের কাছে। কিন্তু নড়াচড়া করার ক্ষমতা নেই। পায়ে চোট লাগার কথা শুনে ছুটে যান প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় রুবেলের ফটো দিয়ে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ জানি খুব কষ্ট হচ্ছে তোমার, তাও বাড়ির সবার সাথে হেসে খেলে থাকছো, নিজের কষ্টটা কাউকে বুঝতে দিচ্ছো না,,, জ্বর এসেছে এখন, যন্ত্রনাটাও বেড়েছে,,, তার মধ্যেও আমাকে হাসানোর চেষ্টা করছো…. ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমি জানি, সকলের শুভ কামনা আর তোমার মনের জোর তোমাকে খুব তাড়াতাড়ি আবার দার করাবে.. তুমি দাঁড়াবে,তুমি দৌড়বে, তুমি নাচবে,,,, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, সারা জীবন’।