বাংলা বিনোদন দুনিয়ায় ধারাবাহিক গুলো বেশ জনপ্রিয়। কিন্তু এই ধারাবাহিক দেখতে দেখতে একঘেয়ে হয়ে যায়, আর সেই একঘেয়েমি কাটানোর জন্য ননফিকশন শোয়ের আয়োজন করে চ্যানেল কর্তৃপক্ষ। তবে শুধু বাংলা নয়, হিন্দি বিনোদন দুনিয়াতেও এটা দেখা যায়। হিন্দি বিনোদন দুনিয়ায় সবথেকে জনপ্রিয় একটা শো হল, বিগ বস (Bigg Boss)। এই শো প্রত্যেকরই ভালো লাগে। এই ননফিকশন শোয়ের পথচলা শুরু হয়েছিল সেই ২০০৬ সালে। এখনও এই পথচলা অব্যহত রয়েছে।
২০০৬ সালে যখন শুরু হয়, এর উপস্থাপক ছিলেন, আরশাদ ওয়ার্সী, ২০০৮ এ দেখা যায় শিল্পা শেঠী কে, ২০০৯ এ অমিতাভ বচ্চন, ২০১০ এ সালমান খান (Salman Khan), ২০১১ তে সঞ্জয় দত্ত, আবার ২০১২-২০১৪ পর্যন্ত ছিলেন সালমান খান, ২০১৫ তে দেখা যায় ফারাহ খানকে। এরপর আবার বর্তমান সাল পর্যন্ত এই শোয়ের সঞ্চালনা করছেন সালমান খান। তাই সালমান খানকে বিগ বস বলা হয়।
সালমান প্রত্যেক শনিবার আর রবিবার এই শোয়ে উপস্থিত হয়ে প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাই বলা হয় সালমানের শো। তবে সালমান খান আদতে বিগ বস নন। কারণ শনিবার আর রবিবার বাদে এই শোয়ের নেপথ্যে একজন বস থাকেন, সেই আসল বিগ বস। যার কথামত সব কাজ হয়, এই বসের কথা মেনেই চলতে হয় প্রতিযোগীদের।
এই শোয়ের সেলিব্রিটি প্রতিযোগীরা তাঁকে ভয় পায়, একসময় বিরক্ত হয়ে এই শো ছেড়েই চলে যান। তিনি কখনোই ক্যামেরার সামনে আসেন না, নেপথ্যে কন্ঠ দেন। জানেন কে এই বিশিষ্ট ব্যক্তি? তাঁর পারিশ্রমিক কত? আসুন জেনে নিন।
এই বিশিষ্ট ব্যক্তি হলেন, অতুল কাপুর (Atul Kapoor)। সেই শুরু থেকেই নেপথ্যে কন্ঠ দিয়ে আসছেন। তিনি যা নির্দেশ দেন, প্রতিযোগীদের সেই নির্দেশ মানতে হয়। এই কন্ঠের জন্য কত পারিশ্রমিক পান জানেন? ‘বিগ বস’-এর এক একটি পর্বের (সিজন) জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তবে তিনি শুধু মাত্র যে বিগবসে কন্ঠ দেন তা নয়, হলিউডের একাধিক ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন।