চারিদিকে এখন নতুন ধারাবাহিকের আগমন ঘটতে দেখা যাচ্ছে। জি থেকে স্টার সব জায়গাতেই নতুন ধারাবাহিকের আগমন। আর তার সাথে পর্দায় ফেরার আশা প্রিয় তারকাদের। সম্প্রতি, আবার নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা সৌভিক ব্যানার্জী (Souvik Banerjee)। ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দুই চ্যানেল ভরপুর। আবার চ্যানেল গুলো সেজে উঠছে নতুন ভাবে, নতুনকে জায়গা করে দিতে পুরানোর অবসান ঘটাচ্ছেন। শুধু জনপ্রিয় চ্যানেল গুলোতে নয়, যে চ্যানেল গুলো টিআরপি তালিকায় থাকেনা।
সেগুলোতেও দেখা যাচ্ছে নতুন ধারাবাহিকের আগমন। এমতাবস্থায় শোনা যাচ্ছে, একটি নতুন ধারাবাহিকের আগমনের কথা। যার দেখা মিলবে জনপ্রিয় ধারাবাহিক চ্যানেল সান বাংলাতে (Sun Bangla)। আর এই ধারাবাহিকের নাম, ‘বিয়ের ফুল’ (Biyer Phool)। ধারাবাহিকের প্রোমো তে দেখা যাচ্ছে একজন সাধারণ মেয়ে বক্সিং চ্যাম্পিয়ন। প্রোমোর নেপথ্যে বলা হচ্ছে, শুধু সংসার সামলানো নয়, মেয়েরা লড়তেও পারে জিততেও পারে।
ধারাবাহিকের নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে, মডেল একতা গাঙ্গুলিকে। যিনি একেবারেই নতুন। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রিতে তাঁর ডেবিউ। আর তাঁর বিপরীতে দেখা যাবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ খ্যাত দুলাল ওরফে অভিনেতা সৌভিক ব্যানার্জী। এর আগে শোনা গিয়েছিল যে বিয়ের ফুল ধারাবাহিক আসছে, কিন্তু নায়ক নায়িকার নাম ছিল অন্য।
জানা গিয়েছিল, নবনীতা দাস এবং রাজা গোস্বামী এই ধারাবাহিকের নায়ক নায়িকা হবেন। কিন্তু বর্তমানে দেখা গেল নায়ক নায়িকা হচ্ছে অন্য কেউ। অনেকেই প্রশ্ন করেছেন নবনীতা কোথায় গেল? আবার কেউ বলছেন, ‘নায়িকা ভালো লাগলো না তবে বক্সার হিসেবে পারফেক্ট।’ আরও একজন প্রশ্ন তুলেছেন, বিয়ের ফুলে বিয়ে না দেখিয়ে বক্সিং দেখানো হচ্ছে কেন?
অন্যদিকে আবার স্টার জলসাতেও আসছে বক্সিং নিয়ে ধারাবাহিক ফুলকি। দুটোতেই বক্সিং এর গল্প। জোর টক্কর চলবে। এর আগেও খেলা নিয়ে ধারাবাহিক হয়েছে, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট , জিমন্যাস্টিকস এবার আসছে বক্সিং। দেখা যাক কতটা জনপ্রিয় হতে পারে। উল্লেখ্য, এই ধারাবাহিকে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করবেন একতা গাঙ্গুলী। এর আগে তাঁকে দেখা গিয়েছিল গৌরীদান ধারাবাহিকে। একটা ছোট্ট চরিত্রে।