টলিউডে আবারও নক্ষত্রপতন! প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা তথা শিল্পী শুভময় চট্টোপাধ্যায়

টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। বাংলা সিনেমা জগতের আকাশে বিরাট নক্ষত্রপতন। সকলকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দিলেন একজন সুঅভিনেতা, সুগায়ক, দারুণ রসিক, প্রবল আড্ডাবাজ আর চমৎকার

Desk

actor subhamoy chatterjee today passed away

টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। বাংলা সিনেমা জগতের আকাশে বিরাট নক্ষত্রপতন। সকলকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দিলেন একজন সুঅভিনেতা, সুগায়ক, দারুণ রসিক, প্রবল আড্ডাবাজ আর চমৎকার একজন লেখক শুভময় চট্টোপাধ্যায় (Subhomoy Chatterjee)। আজ সকালেই তার মৃত্যুর খবর শোনা যায়। তিনি একই অঙ্গে অনেক কিছু করার ক্ষমতা রাখতেন।
তার প্রতিভা ছিল অনেক।

বাংলা চলচ্চিত্র ‘চোলাই (cholai)’ এর সংলাপ লিখেছিলেন তিনি । পরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে (Filmfare Award) ‘চোলাই’ সিনেমাটির সংলাপের জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি। তার এই মৃত্যুতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এক উজ্জ্বল প্রতিভা চিরতরে হারিয়ে গেলো। তাকে একাধিক ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে । তার মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া ঘনিয়ে এসেছে। ইন্ডাস্ট্রির সকল কলাকুশলীরা অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়ের (Subhomoy Chatterjee) মৃত্যু সংবাদে শোকাহত ও মর্মাহত।

actor subhamoy chatterjee today passed away

অভিনেতার মারা যাওয়ার পর ‘ ষড়রিপু’ চলচ্চিত্র খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লেখেন, “চলে গেলেন শুভদা। শুভময় চট্টোপাধ্যায়। বিভিন্ন মানুষের মিমিক্রি করতে যিনি কখনো ক্লান্তি বোধ করতেননা। একজন সুঅভিনেতা, সুগায়ক, দারুণ রসিক, প্রবল আড্ডাবাজ আর চমৎকার একজন লেখক ছিলেন তিনি। চোলাই ছবির সংলাপ লিখেছিলেন শুভদা।”

জানা গিয়েছে গত ১৬ ই মে এই শিল্পীর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পরে। তারপর তাকে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে ১৪ ই জুন অর্থাৎ আজ সকাল ৮ টা নাগাদ ওই হসপিটালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই প্রয়াণ বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড়ো ক্ষতির স্বরূপ।

× close ad