টিআরপি তালিকায় ধারাবাহিকের নম্বর কম থাকলেই সেই ধারাবাহিক শেষ করে দেওয়া হয়, বর্তমানে এই নিয়মটাই চলছে। কাহিনী এখন টিআরপির কাছেও ছোটো হয়ে গেছে। এই রকম ঘটনায় হতাশ হচ্ছেন অনুরাগীরা, পাশাপাশি হতাশ হচ্ছেন কলাকুশলীরা। সেইমত সম্প্রতি কিছু আগেই একটি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় আতঙ্কিত ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা।
২০২০ সালে শুরু হয়েছিল, স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ (Khelaghor)। ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, ইরাবতীর চুপকথা খ্যাত অভিনেতা সৈয়দ আরেফিন (Syed Arefin)। আর তাঁর বিপরীতে অভিনয় করেছেন নতুন মুখ স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। ইরাবতীর চুপকথা থেকেই আরেফিন বেশ জনপ্রিয়, আর এই নতুন ধারাবাহিকেও বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। দর্শকদের বেশ পছন্দের অভিনেতা বলা যায় তাকে।
ধারাবাহিকের কাহিনী ছিল একেবারেই আলাদা। সমাজের কাছে একটা নতুন বার্তার সূচনা ঘটিয়েছিল এই ধারাবাহিক। সাধারণত দেখা যায়, বড়লোক বাড়ির ছেলে আর গরীব বাড়ির মেয়ে। কিন্তু এক্ষেত্রে ছিল একেবারে উল্টো। বস্তির ছেলে সান্টু আর বড়লোক বাড়ির মেয়ে পূর্ণা। দুজনের প্রেম কাহিনিতে মজেছিল গোটা ধারাবাহিক প্রেমী মানুষেরা। বড়লোক বাড়ির মেয়ে পূর্ণা সান্টু কে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আলোতে নিয়ে আসার যাত্রাপথটা কেমন ছিল, তা নিয়েই এগিয়েছিল কাহিনী।
ধারাবাহিকটি ২০২২ এ শেষ হতেই ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা আরেফিন জানান, ‘ধারাবাহিকটি টানা দুবছর চলেছিল, মনখারাপও হচ্ছে, সেইসঙ্গে ভয়ও লাগছে। এই ধারাবাহিকের জন্য যেমন বিপুল ভালোবাসা পেয়েছি, আগের ধারাবাহিকেও পেয়েছি। পরপর দুটো ধারাবাহিক হিট, কিন্তু তৃতীয়টা যদি হিট না হয়, সেটাই ভয়’।
উল্লেখ্য, অভিনেতা থেকে পরিচালক সবেতেই দক্ষ আরেফিন। সম্প্রতি তাঁর পরিচালনাতে মুক্তি পেয়েছে গানের অ্যালবাম ‘তোমায় ছুঁতে চাই’। এই অ্যালবামে তাঁর প্রেমে মসগুল হতে দেখা গেছে স্বীকৃতি মজুমদারকে। আরেফিন আর স্বীকৃতি দুজনের খুব ভালো বন্ধুত্ব। পরবর্তীতে দুজনে মিলে একসাথে প্রযোজনা সংস্থা খোলারও ভাবনা রয়েছে তাদের। আপাতত দুজনেই অপেক্ষায় রয়েছেন নতুন কাজের আশায়।