‘নীপা’ অতীত, নতুন চরিত্র নিয়ে পর্দায় ঐন্দ্রিলা, বেজায় খুশি ভক্তরা

Aindrila Saha : বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতের বেশ সুপরিচিত একটি নাম ঐন্দ্রিলা সাহা। অনেক ছোট বয়সেই তার অভিনয়ে হাতেখড়ি। ছোট থেকে পর্দায় তাকে বড়

Nandini

actress aindrila saha coming back on another serial soon

Aindrila Saha : বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতের বেশ সুপরিচিত একটি নাম ঐন্দ্রিলা সাহা। অনেক ছোট বয়সেই তার অভিনয়ে হাতেখড়ি। ছোট থেকে পর্দায় তাকে বড় হয়ে উঠতে দেখেছে দর্শক। একের পর এক সিরিয়ালে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে বারবার ঐন্দ্রিলা জয় করেছে দর্শকদের মন। জি বাংলার পর্দায় ‘মিঠাই’ সিরিয়ালে তার নীপা চরিত্র আজও মনে রয়ে গেছে দর্শকদের।

বর্তমানে অভিনেত্রী নীপা হয়েই রয়ে গেছেন দর্শকদের মনে। যদিও ‘মিঠাই’এর পর অভিনেত্রীকে ‘তুমি যে আমার মা’ সিরিয়ালে এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল। তবুও সে নীপা হয়েই এখন পরিচিত। এবার অভিনেত্রী ফিরছেন মুখ্য চ্যানেলে। এবার স্টার জলসার পর্দায় দেখা যাবে তাকে। সম্প্রতি, জানা গেছে স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল।

আর জানা গেছে সেখানেই এক বিশেষ চরিত্রে সকলের নজর কাড়তে চলেছেন ঐন্দ্রিলা। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ (Tentulpataa)।.ইতিমধ্যে চ্যানেলের তরফে ধারাবাহিকের প্রথম প্রোমো সামনে এসেছে। প্রথম থেকেই জানা যাচ্ছিল এই সিরিয়ালটি হতে চলছে একটি একান্নবর্তী পরিবারের গল্প। তাই স্বাভাবিক ভাবেই সেখানে দেখা যাবে একাধিক অভিনেতাকে।

এখানে ঐন্দ্রিলাকে দেখা যাবে অভিনেতার বোনের চরিত্রে। এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ইতিমধ্যে ‘তেঁতুলপাতা’র প্রোমো বেশ উত্তেজনা সৃষ্টি করেছে দর্শকমহলে। ঝিমলি যে কিনা বেজায় ছটপটে আর একদিকে অভিনেতা যার নাম এখনও জানা যায়নি। সে বেশ গম্ভীর প্রকৃতির। তবে অভিনেতার সাজ দর্শকদের জন্য ছিল এক বিশেষ চমক। এবার এই ধারাবাহিক শুরু হলে ঐন্দ্রিলার চরিত্র দর্শকমনে নতুন করে কতটা জায়গা করে নিতে পারে সেটাই দেখার।