জীবনের যুদ্ধে জয় লাভ করেছেন তিনি। ক্যান্সারের মত দীর্ঘ কঠিন ব্যাধিকে হারিয়ে আজ তিনি সফল। মৃত্যু কে জয় করেছেন যিনি তিনিই তো মৃত্যুঞ্জয়ী। আর সেই মৃত্যুঞ্জয়ী হলেন অভিনেত্রী ঐন্দ্রীলা শর্মা (Aindrila Sharmna)। আর জয়ী হয়ে স্বমহিমায় নিজের ছন্দে ফিরলেন। জি বাংলা অরিজিনালের নতুন ছবি ‘ভোলে বাবা পার করেগা’ (Bhole Baba Par Karega) দিয়েই তিনি ফের পর্দায় ফিরছেন। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর মেয়ের ভূমিকায় তাকে দেখা যাবে।
প্রচারের ঝলকে দেখা যাচ্ছে, ছোটো চুল, ঘরের পোশাক পড়া মেয়ে। কোমরে জড়ানো রয়েছে ওড়না। বাবাকে ক্যারাটে দিয়ে হারাতে মাঠে নেমেছেন সেই মেয়ে। শ্যুটিং প্রসঙ্গে ঐন্দ্রীলা বলেন, ‘‘ভেবেছিলাম, ছোট চুল নিয়ে অভিনয় করতে সমস্যা হতে পারে। এই ছোটো চুলের জন্য হয়তো আমাকে পরচুলা পরতে হবে। কিন্তু পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় বলেছিলেন, পর্দায় আমাকে আমার মতোই দেখাবেন, অর্থাৎ ছোটো চুলে কোনো সমস্যা নেই।’’
দীর্ঘদিন পর সেই চেনা সুর। সেই লাইট-ক্যামেরা-অ্যাকশন। এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ” মন থেকে এটাই চেয়েছিলাম। আনন্দ আর ধরে রাখতে পারছিনা।” ছবিতে তিনি অভিনেতা অনির্বান চক্রবর্তীর মেয়ে, অনির্বান প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অনির্বাণদা ছবির চরিত্রে যেমন একজন ভালো চরিত্রের অভিনেতা, তেমনই বাস্তবেও একজন ভালো মানুষ। মাটির মানুষ। ওর সঙ্গে অভিনয় করে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। ”
অনেকদিন পর অভিনয়ে ফেরার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ” দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরে কোনো অসুবিধা হয়নি। বরং শান্তি অনুভব করছি। বহুদিন পর চেনা জায়গায় ফিরে প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। নয় দিনের শ্যুটিং এ টানা ছয় দিন কাজ করেছি। শরীর খারাপের জন্য মা বাড়ি থেকে টিফিন পাঠিয়ে দিতেন। সেই খাবার সবার সাথে ভাগ করে খেয়েছি। সেটে কাজও চলছে একসাথে খাওয়াও চলছে। ”
উল্লেখ্য, ‘ভোলে বাবা পার করেগা’ ছবির কাহিনী একটু অন্যরকম। পর্দায় ঐন্দ্রীলার বিপরীতে অভিনয় করছেন, অভিনেতা সায়ন বন্দোপাধ্যায়। বাবার ভূমিকায় থাকছেন , অভিনেতা অনির্বান চক্রবর্তী। এই ছবিতে বাবা অর্থাৎ অনির্বান পরোপকারী। যার জন্য সংসারে সবসময় কিছু না কিছু ঘটেই চলেছে। তার এই কাজে স্ত্রী-মেয়ে তিতিবিরক্ত। তাঁর পাশে রয়েছে তার ছোটো ছেলে। এই পরোপকারী কাজ করতে গিয়েই একটা বড় ঘটনার মুখোমুখি হয় বাড়ির সবাই। এই ঘটনায় গল্পের মোর ঘোরাবে।