এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা পর্দায় হয়েছেন কারোর মা, কারোর ঠাকুমা, কারোর কাকিমা সহ নানান চরিত্র। কিন্তু বাস্তবে অনেকেই পেরোয়নি ১৮ এর গন্ডি। কেউ দিয়েছেন মাধ্যমিক কেউ বা উচ্চমাধ্যমিক। আর সম্প্রতি সবে বেড়িয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। আর এই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক অভিনেত্রী। যে কিনা টিভির পর্দায় বেশ ভারী চরিত্রে অভিনয় করেছেন।
চরিত্র দেখে মনে হবে কলেজ ছাত্রী আদৌও তা নয়। সবে উচ্চমাধ্যমিক দিলেন। এমনই এক জনপ্রিয় অভিনেত্রী হলেন, অনন্যা গুহ (Ananya Guha)। মিঠাই ধারাবাহিকে ‘পিংকি ভাবি’র চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও কৃষ্ণকলি (Krishnokoli) -র মুন্নি, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj) এর ছোট পিপির চরিত্রে দেখা গেছে। এবার দেখা মিলবে স্টার জলসার আগত ধারাবাহিক ‘তুঁতে’ তে।
এই জনপ্রিয় অভিনেত্রী সবেমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেন। আজ জেনে নেব তাঁর ফলাফল সম্পর্কে। উচ্চমাধ্যমিকে তিনি পেয়েছেন ৭৫ শতাংশ নম্বর। এরপর তাঁর ইচ্ছা মিডিয়া সায়েন্স নিয়ে পড়ার। এখনই সে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এতগুলো ধারাবাহিকে অভিনয়, সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয়, তা সত্ত্বেও কি করে এত ভালো ফলাফল?
অভিনেত্রী শিয়ালদহের লোরেটো স্কুলের ছাত্রী। দ্বাদশ শ্রেণীতে তাঁর বিষয় ছিল বাংলা, ইংরেজি, ভূগোল, সমাজবিদ্যা ও কম্পিউটার। শ্যুটিংয়ের ফাঁকে যখনই সময় পেতেন বই নিয়ে বসে পড়তেন। পরীক্ষা নিয়ে কোনো চিন্তাই ছিল না তাঁর। ফলাফল বেড়ানোর দিনেও কোনো দুশ্চিন্তা ছিলনা। আশা করেছিলেন ভালো ফলাফল হবে। আর সেটাই হল। ইংরেজি ও সমাজবিদ্যায় সবথেকে বেশি নম্বর পেয়েছেন।
অভিনেত্রী খুশি হয়ে বলছেন, ‘আমি তো ভাবতেই পারিনি এরকম ফলাফল হবে। আমার বাবা-মাও দারুণ খুশি। আসলে খুব একটা পড়াশোনা করিনি। তাই এই নম্বর পেয়ে আমি খুব খুশি। তবে আমার থেকে আমার বাবা মা দারুণ খুশি’। প্রেমিক সুকান্ত কুণ্ডু সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসা করে জানিয়েছেন, ‘সুন্দরী হওয়ার পাশাপাশি সে খুব বুদ্ধিমতী, অভিনন্দন’।