ষ্টার জলসা চ্যানেলের একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ইষ্টি কুটুম’। ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহামনিকে দর্শকের এখনও বেশ মনে আছে। তবে বাহামনির সাথে সাথে সেই ইষ্টি কুটুমের কমলিকাকেও দর্শক এখনো ভোলেননি। প্রথম ইষ্টি কুটুম ধারাবাহিকের মধ্যে দিয়েই যার যাত্রা শুরু হয়। কামালিকার চরিত্রে অভিনয়ককারী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) বাহামনি আর অর্চিষ্মানের সম্পর্কের সমীকরণ দর্শকের বেশ পছন্দের ছিল।
ইষ্টি কুটুম ধারাবাহিকে কামালিকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। এই ধারাবাহিকে কামালিকার মতো একটা চরিত্রে অভিনয় অভিনেত্রী অঙ্কিতার জীবনে নতুন মোড় এনে দেয়। তাকে কখনও আর পিছনে ফায়ার তাকাতে হয়নি। এই ধারাবাহিকের পরে পরেই তিনি ব্যোমকেশের গল্পের একটি পর্বে অভিনয়ের সুযোগ পান। ‘ব্যোমকেশ ফিরে এলো’ তে মেদিনীর চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
আবারও একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অঙ্কিতা। এবারে তাকে দেখা যাবে কালারস্ বাংলা চ্যানেলের পর্দায়। অঙ্কিতা চক্রবর্তী একজন অসাধারণ অভিনেত্রী। একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। তবে এবার অভিনেত্রীকে ধারাবাহিকে আবার এক অনন্য চরিত্রে দেখা যাবে। এক অসমবয়সী প্রেমের গল্প নিয়ে খুব শীঘ্র আসতে চলেছে ওই ধারাবাহিক। ধারাবাহিকের নাম ‘ইন্দ্রানী (Indrani)’ গল্পে অভিনেত্রীর চরিত্রের নাম হয়েছে ইন্দ্রানী রায় (Indrani Roy)। ইন্দ্রানী একজন মা।
ইন্দ্রানীর একটি ১৩ বছর বয়সী মেয়েও আছে। তিনি শ্বশুরবাড়িতেই থাকেন তবে কোনো কারণে তার স্বামী বাড়ি ছাড়া। তবে শ্বশুর বাড়ির লোকজন ও মেয়েকে নিয়ে এক লড়াই করে জীবন যুদ্ধে টিকে আছেন ইন্দ্রানী। তিনি কর্মক্ষেত্রেও প্রতিষ্ঠিত। ইন্দ্রাণীকে একজলক দেখেই পছন্দ হয়ে যায় এক অল্পবয়সী ছেলের। যে পেশায় ডাক্তার। মেয়ে বয়সে বড়ো আর ছেলে ছোট এই সম্পর্কের কিরকম সমীকরণ গড়ে উঠতে চলেছে ? আর এদের মধ্যে প্রেমের বাঁধন আদৌ পড়বে কিনা সেটা ধারাবাহিক শুরুর সাথে সাথেই ক্রমশ প্রকাশ্য হবে।