প্রত্যেকটি ধারাবাহিকের তিনটে চরিত্র সম্পর্কে সবারই একটা কৌতূহল থাকে। সেই তিনটি চরিত্র হল, নায়ক, নায়িকা এবং খলনায়িকা। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’ (Ranga Bou)। এই ধারাবাহিকের যে কটা চরিত্র এখনও পর্যন্ত দেখা গেছে সবটাই নেতিবাচক চরিত্র। খুবই কম রয়েছে পজিটিভ চরিত্র। কিন্তু এতগুলো নেতিবাচকের মধ্যে একটা তো প্রধান নেতিবাচক চরিত্র থাকে, তাহলে সেই চরিত্র টা কে হচ্ছে?
ধারাবাহিকে পাখি আর কুশের বিয়ে হয়েছে। কিন্তু পাখিকে কেউই মেনে নিতে পারেননি, তার শ্বশুর বাড়ির লোকেরা । তাই তাকে অপদস্থ করার জন্য অনেক রকম কৌশল ব্যবহার করা হয়। এরই মধ্যে অন্যতম একটি কৌশল হল, লঙ্কা দিয়ে ঝাল ভাত খাওয়ানো। এই সমস্যার সৃষ্টি করেছে বাড়ির আরও দুটো বউ, যারা পাখিকে একদম সহ্য করতে পারে না। ধারাবাহিকে একটি নতুন চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার (Ankita Majumder)।
এই সমস্যায় সমাধান করতে না করতেই, ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে নতুন খলনায়িকা। যে কুশের বোন কুমকুম। এই কুমকুমের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। এই কুমকুম বৌদি পাখিকে কতটা সহ্য করতে পারে সেটাই দেখার। পাখির জীবন অতীষ্ট করে তুলতেই কুমকুমের পদার্পণ। কুমকুম রাঙা বউয়ের সঙ্গে সত্যিই খারাপ কিছু করবে নাকি ভালো চরিত্র প্লে করবে? তা দেখতে গেলে চোখ রাখতে হবে আগামী পর্ব গুলিতে।
অঙ্কিতা মজুমদারকে বর্তমানে দেখা যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, ‘গৌরী এল’ তে ঈশানের ছোটো কাকিমার ভূমিকায়। সাধারণত অঙ্কিতাকে পজিটিভ চরিত্রেই দেখা যায়। গৌরী এল ধারাবাহিকেও তাই পজিটিভ চরিত্রেই দেখা গিয়েছে। এবার তার নেতিবাচক চরিত্র কেমন হয়, সে কীভাবে ফুটিয়ে তোলে সেটাই দেখার।
উল্লেখ্য, এর আগে জড়োয়ার ঝুমকো, মেঘের পালক, এ আমার গুরু দক্ষিণা মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর মেয়ে হওয়ার দু বছর পর ‘গৌরী এল’ ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার পর্দায় ফেরেন আনন্দীর মত সুন্দর একটি চরিত্রের মাধ্যমে। এরপর আবার ‘রাঙা বউ’ ধারাবাহিকে তার দেখা মিলবে। নতুন চরিত্র দিয়ে তিনি দর্শকের কতটা আপন হয়ে ওঠেন সেটাই দেখার।