শুধু নয় অভিনয়, লেখনীতেও দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী অর্কজা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে একজন অভিনেত্রী যে শুধু অভিনয়েই পারদর্শী তা কিন্তু নয়। আমরা অনেক সময় দেখে থাকি, জনপ্রিয় অভিনেত্রীরা কেউ নাচে পারদর্শী, কেউ

Nandini

actress arkoja acharyya also a script writer

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে একজন অভিনেত্রী যে শুধু অভিনয়েই পারদর্শী তা কিন্তু নয়। আমরা অনেক সময় দেখে থাকি, জনপ্রিয় অভিনেত্রীরা কেউ নাচে পারদর্শী, কেউ গানে পারদর্শী আবার কেউ পড়াশোনায়, আবার কেউ বা লেখায়। অভিনয়ের পাশাপাশি যে তারা সবটা এত সুন্দর ভাবে ব্যালেন্স করে তাতেই তাদের প্রথমেই কুর্নিশ জানাতে হয় বৈকি। এরকমই এক দৃষ্টান্ত তুলে ধরব, আজকের প্রতিবেদনে।

যিনি অভিনয়ের পাশাপাশি লিখেছেন সিরিয়ালের স্ক্রিপ্ট (Serial Script)। টলিপাড়ার জনপ্রিয় এই অভিনেত্রী যিনি নিজে অভিনয় করেন, আবার তার লেখা ধারাবাহিকেও অন্যরা অভিনয় করেন। তেমনই একজন শক্তিশালী অভিনেত্রী হলেন, ‘ওগো নিরুপমা’ খ্যাত অর্কজা আচার্য্য (Arkoja Acharyya)। যাকে মিঠাইয়ের ধারা হিসাবেই দর্শক বেশি চেনেন। একদিকে তিনি যেমন দক্ষ অভিনেত্রী, তেমনই তিনি একজন দক্ষ লেখিকা।

mithai actress arkoja acharyya beside acting also she is a script writer

তাঁর লেখা অনেক ধারাবাহিক স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচার হয়েছে। তিনি স্ক্রিপ্ট লিখেছেন, ‘কে আপন কে পর’, ‘বিজয়িনী’, ‘জয়কালী কলকত্তায়ালি’-র মত জনপ্রিয় ধারাবাহিকের। প্রথমদিকে অর্কজা সৌরভ সেনগুপ্তকে অ্যাসিস্ট করতেন, তারপর নিজেই আলাদা ভাবে ‘কে আপন কে পর’ এর স্ক্রিপ্ট লেখেন। বর্তমানে অর্কজাকে দেখা যাচ্ছে, ‘আকাশ ৮’ এ ‘সাহিত্যের সেরা সময়’-এ ‘কড়ি দিয়ে কিনলাম’ (Kori Diye Kinlam) গল্পটিতে। এখানে লক্ষীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।

উল্লেখ্য, অর্কজা কলকাতার মেয়ে, আবার পড়াশোনা বাংলা নিয়ে। তাই সাহিত্য, নাটক, অভিনয় এসবের প্রতি একটা টান কাজ করত সবসময়। একসময় চুটিয়ে করেছেন থিয়েটার। থিয়েটার করার সময় ৫ বার অডিশন দিয়েছিলেন কিন্তু সবসময় অপমানিত হয়েছেন। তাকে দেখতে খারাপ তাই তাকে বেড়িয়ে যেতে বলে। বার বার ব্যর্থ হতে হতে ভেবে নিয়েছিলেন আর অভিনয় নয়, এবার চাকরি। স্কুলে একটি চাকরিও পেয়েছিলেন।

আরও পড়ুনঃ নতুন ভাবে ফিরছেন ‘মিঠাই’ খ্যাত ‘ধারা’, নিজেই সুখবর দিলেন ‘অর্কজা’

কিন্তু ওই যে ইচ্ছা থাকলে সব হয়। হঠাৎ একদিন সুযোগ এল ওগো নিরুপমা থেকে। ব্যস বদলে গেল জীবন। করতে থাকলেন একের পর এক উল্লেখযোগ্য ধারাবাহিক। আর সেই উল্লেখযোগ্য ধারাবাহিকের তালিকায় রয়েছে, শ্রেয়সী, মিঠাই, মৌয়ের বাড়ি মত গল্প। সব ধারাবাহিকেই দর্শকদের মন জিতে নিতে সক্ষম অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, মাঝেমধ্যেই রিল ভিডিও করেন, নিজের কন্ঠে গান গেয়েও শোনান অনুরাগীদের।

× close ad