টলি (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়িকা রয়েছে, যারা বাস্তবে নায়িকা সুলভ আচরণ করেনা। অর্থাৎ, খুব রূপশ্রীও নয়, আবার ডানাকাটা পরীও নয়। কিন্তু তা সত্ত্বেও তারা হয়েছেন কোনো কোনো প্রজেক্টের মুখ্য চরিত্র। নিজ নিজ অভিনয় দক্ষতার দ্বারা গুরুত্বপূর্ণ চরিত্রকে দর্শকদের সামনে তুলে ধরেছেন। তেমনই এক জনপ্রিয় অভিনেত্রী হলেন অর্কজা আচার্য (Arkoja Acharyya)।
টলিপাড়ার দর্শকদের কাছে অভিনেত্রী অর্কজা বেশ পরিচিত। প্রথম ধারাবাহিকেই তিনি লিড চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর লিড চরিত্রে দেখা যায়নি। স্টার জলসার ‘ওগো নিরুপমা’ ধারাবাহিক দিয়ে তাঁর কেরিয়ার জীবন শুরু হয়েছিল। তারপর হঠাৎই দেখা গেল সাইড চরিত্রে। তাঁকে দেখা গেছে জি বাংলার মিঠাই ধারাবাহিকে ধারা চরিত্রে।
এটা পার্শ্ব চরিত্র হলেও, এই চরিত্রে অনেক খ্যাতি কুড়িয়েছেন। কিন্তু হঠাৎ কেন চলে গেলেন পার্শ্ব চরিত্রে? তার উত্তর দিলেন নিজেই। অর্কজা মূলত থিয়েটারের অভিনেত্রী। অর্থাৎ, থিয়েটার দিয়েই শুরু হয়েছিল অভিনয় যাত্রা। থিয়েটারে তার অভিনয় দেখে অনেকেই তাকে অডিশনের প্রস্তাব দেয়। দীর্ঘ পাঁচ বছর ধরে অডিশন দিয়েছেন, রিজেক্ট হয়েছেন, অপমানিত হয়েছেন।
আরও পড়ুনঃ দুই বোন অভিনয়ে কাঁপাচ্ছেন ছোটপর্দা, ‘শ্রাবনে’র দিদিকে চেনেন? রইল পরিচয়!
অডিশন দিতে গিয়ে তাকে শুনতে হয়েছে, ‘তোমার মতো মেয়েকে স্ক্রিনে দেখলে ভালো লাগবে না, তুমি বেড়িয়ে যাও’। এরপর ছেড়ে দিয়েছিলেন অডিশন দেওয়া, কিন্তু শেষবার একবার চেষ্টা করলেন, তারপর সিলেক্ট হন ওগো নিরুপমার জন্য। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পান। এরপর আসে আসল স্ট্রাগল। ধারাবাহিক শেষ হওয়ার পর বুঝতে পারেন ইন্ডাস্ট্রিতে কাজ করাটা কত কঠিন।
View this post on Instagram
তিনি জানিয়েছেন, ‘আমি কখনো হিরোইন হতে চাইনি, আমি অভিনয় করতে চেয়েছি। কারণ যেভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে হিরোইনদের রিপ্রেজেন্টেট করা হয়, একদম ডাকসাইটে সুন্দরী হতে হবে। ডানাকাটা পরী হতে হবে। সেটা আমি নই, সেটা আমি হতেও চাই না। আমি অভিনয় করতে চাই, অভিনয়টা কি করে করব? আমাদের ইন্ডাস্ট্রিতে যদি অভিনয়টাকে পেশা করতে চাও, তাহলে দরকার ধৈর্য।’