শৈশবেই পিতৃহারা! হাজারও অপমান সয়ে আজ সফল অভিনেত্রী খেলনা বাড়ির ‘কলি’ অস্মিতা

একটা ধারাবাহিক জনপ্রিয় হতে নায়ক, নায়িকা, খলনায়ক ছাড়াও দরকার পরে পার্শ্ব চরিত্রের। এমন অনেক পার্শ্ব চরিত্রের অভিনেতা রয়েছেন যারা এই পার্শ্ব চরিত্র করেই সফল হয়েছেন।

Saranna

actress ashmita chakraborty openup about her life struggle

একটা ধারাবাহিক জনপ্রিয় হতে নায়ক, নায়িকা, খলনায়ক ছাড়াও দরকার পরে পার্শ্ব চরিত্রের। এমন অনেক পার্শ্ব চরিত্রের অভিনেতা রয়েছেন যারা এই পার্শ্ব চরিত্র করেই সফল হয়েছেন। তেমনই একজন পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হলেন অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty)। অভিনেত্রী খুবই মিষ্টি এবং তার অভিনয় দক্ষতাও সুন্দর। তিনি জনপ্রিয় হয়েছেন এই পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

শুরুটা হয়েছিল ২০২০ এর ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের রিয়া চরিত্র দিয়ে । এই ধারাবাহিকে অভিনেতা প্রারব্ধী সিংহের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তারপর দেখা যায় ‘ফেলনা’, ‘সাঁঝের বাতি’, ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকে। তবে তাঁকে বেশি জনপ্রিয়তা দিয়েছে ‘খেলনা বাড়ি’-র কলি (Koli) চরিত্রে। এই চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে। তাঁর সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

ashmita chakraborty

অভিনেত্রী নায়িকা হওয়ার সব গুণেই দক্ষ। কিন্তু কখনো দেখা যায়নি মুখ্য ভূমিকায়। তবে একদিন না একদিন ঠিক পেয়ে যাবেন সুযোগ। অস্মিতা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের জীবনের নানান মুহুর্ত তুলে ধরেন তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। বেশ হাসি-খুশি স্বভাবের সে। কিন্তু পর্দায় কিংবা ছবিতে হাসি-খুশি হলেও জীবনটা তাঁর বড় বেদনাক্রান্ত।

খুব ছোটো বয়সেই হারিয়েছেন বাবাকে। কোনো রোগের কারণে নয়, এক দুর্ঘটনা থেকে মারা যান তাঁর বাবা। অস্মিতার শৈশব হারিয়ে যায়। চারপাশে গাঢ় অন্ধকার নেমে আসে। পাড়া- প্রতিবেশী কেউই পাশে ছিল না, শুধুই ছিল গঞ্জনা। বাবাকে হারিয়ে অনাথ অস্মিতা। পাশে ছিল শুধু মা। মা ছিলেন পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

কিন্তু নিজের বাড়িতেও শুনতে হয়েছে গঞ্জনা। তাই বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে যান মামার বাড়ি। কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। তাই সেখান থেকেও চলে আসে। এরপর থেকেই শুরু হয়ে যায় মা-মেয়ের লড়াই। একপ্রকার সংগ্রাম করেই তিনি বড় হয়েছেন। তবে এখন সুন্দর সুন্দর অভিনয় করে তাদের জীবনে ফিরে এসেছে স্বচ্ছলতা।

Related Post