পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয়, ধূলোকণার পর এবার সোহাগ জল সিরিয়ালে কামব্যাক করছেন অস্মি ঘোষ

বাংলা টেলিভিশন জগতের কনিষ্ঠ তম অভিনেত্রীদের একজন হলেন, অস্মি ঘোষ (Asmee Ghosh)। চার বছর আগে ‘অন্দরমহল’ ধারাবাহিকে সকলের নজর কেড়েছিল।  এছাড়াও সতী, ইচ্ছে নদী, রানী

Saranna

actress asmee ghosh coming back on upcoming serial sohag jol

বাংলা টেলিভিশন জগতের কনিষ্ঠ তম অভিনেত্রীদের একজন হলেন, অস্মি ঘোষ (Asmee Ghosh)। চার বছর আগে ‘অন্দরমহল’ ধারাবাহিকে সকলের নজর কেড়েছিল।  এছাড়াও সতী, ইচ্ছে নদী, রানী রাসমণি, শ্রীময়ী, প্রথমা কাদম্বিনী, খড়কুটো, ধূলোকণার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে শুধু ছোটো পর্দায় নিজেকে আটকে রাখেননি, অভিনয় করেছেন বড় পর্দাতেও। ‘বিক্রম সিংহ : দ্য লায়ন ইজ ব্যাক’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে ডেবিউ তাঁর। খুব দক্ষ একজন অভিনেত্রী তিনি। 

তবে শুধু অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি কিন্তু পড়াশোনাতেও তুখোড়। এই বছরই  তিনি আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ৯৫% নম্বর পেয়ে পাস করেছেন অভিনেত্রী।  অভিনয় আর পড়াশোনাটা সমান তালে করে গেছেন বলেই আজ এতটা ভালো রেজাল্ট। শ্যুটিং এর ডেট ম্যানেজ করে, শ্যুটিং করে বাড়ি ফিরে পড়াশোনা করেছেন। এতটা কঠোর পরিশ্রমের ফল ৯৫%। 

asmee ghosh

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও বেশ স্মুথ। তিনি প্রেম করছেন নৃত্যশিল্পী, একইসঙ্গে ভ্লগার ও ইউটিউবার শুভঙ্কর সাহার সাথে । ২০১৮ সাল থেকে তাঁরা প্রেমজ সম্পর্কে আবদ্ধ। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে দেখা যাবে, দুজনের মাখো মাখো প্রেমের ছবি। এ হেন অভিনেত্রীকে দেখা গিয়েছিল ধুলোকণা ধারাবাহিকে।

তারপর  আর দেখা মেলেনি। তাই সবাই বেশ মিস করছেন। তাই আবারও  তার দেখা মিলল, নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol) তে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে গান গাইতে। সম্ভবত অষ্মি নায়কের বোনের চরিত্রে অভিনয় করছেন। উল্লেখ্য, অভিনেত্রী ছোটো পর্দায় কাজ না করলেও, উইন্ডোজ প্রযোজনার সংস্থার ‘ফাটাফাটি’ ছবির শ্যুটিং সেরে ফেলেছেন।

actress asmee ghosh coming on sohag jol

এই ছবিতে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এই ছবির মূল কথা বডি শেমিং। এর পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন, সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

Related Post