ছোটপর্দার (Tollywood) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন বাসবদত্তা চ্যাটার্জী (Basabdatta Chatterjee)। অভিনেত্রী সবসময় সকলের মন জয় করে নিয়েছেন, নিজের অভিনয় গুণে এবং নিজের ব্যক্তিত্বের দ্বারা। সকলেই তাঁকে বেশ পছন্দই করেন। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)তে সুচরিতা দির চরিত্রে। এখানেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন নিয়ে কাছাকাছি’ (২০১৫) তে শেষবার দেখা গিয়েছিল। নিজের সন্তানের জন্য কিছুটা সময় নিয়েছিলেন, তারপর বিরতি কাটিয়ে কার কাছে কই মনের কথা ধারাবাহিক দিয়ে পর্দায় ফিরে আসেন। অনেক বছর পর ফিরে এসে ইন্ডাস্ট্রির হালচাল দেখে বেশ বিরক্ত অভিনেত্রী। জুনিয়রদের রেসপেক্ট করার মানসিকতাটাই হারিয়ে গেছে।
ইন্ডাস্ট্রিতে আজ তাঁর বয়স ১৫ বছর। তখনের সময় আর এখনের সময়ের মধ্যে অনেক পার্থক্য। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তখনকার জুনিয়র আর্টিস্ট আর এখনকার জুনিয়র আর্টিস্টের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। এখনকার জুনিয়র আর্টিস্টরা সিনিয়রদের সম্মান করতে জানেনা। তারা সিনিয়রদের সামনেই পায়ের উপর পা তুলে বসে থাকে।
আরও পড়ুনঃ ‘ভাবে রাতারাতি সুপারস্টার হবে, ডেডিকেশন নেই’! নবাগতা অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক পরিচালক
শুধু তাই নয় সিগারেটও ফোঁকে। ইন্ডাস্ট্রিতে এত বছর হয়ে গিয়েও তাঁরা এই কাজ গুলো এখনও করে উঠতে পারেনি।বর্তমানে একটা জিনিস বেশ শোনা যাচ্ছে, এখন অভিনয়ে আসা খুবই সহজ। আপনার সোশ্যাল মিডিয়ায় নজরকাড়া ফলোয়ার্স থাকলেই কাজ পাওয়া যায়। এই ঘটনার তিনি বিরোধী। কারণ সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স দেখে একজন মানুষের অভিনয় বিচার করা যায়না।
View this post on Instagram
এইসব মানুষ গুলোর জন্য আজ ভালো ভালো আর্টিস্টরা কাজ পাচ্ছে না। এই পরিস্থিতির বদল কামনা করেছেন, শুধু তাই নয়, একধাঁচের অভিনয়ের বদলে যাতে নতুন কিছু আসে, সেটারও কামনা করছেন। উল্লেখ্য, ধারাবাহিকের পাশাপাশি এখন থেকে জনপ্রিয় বিনোদন চ্যানেল ‘আকাশ আট’ তাদের রান্নার অনুষ্ঠানের সঞ্চালনাও করবেন। তাঁর সঙ্গে থাকবেন দেবী সাহা ও শ্রী বসুও।