কখনও জাঁদরেল শাশুড়ি, আবার কখনও মমতাময়ী মা, কখনও তিনি নৃত্যশিল্পী আবার কখনও অভিনেত্রী এই বিচিত্র রূপেই সকলের সামনে প্রকাশিত। এই বিচিত্র রূপের চরিত্র যার, তিনি হলেন, চিত্রা সেন (Chitra Sen)। এই নামটায় চিনতে পারলেন না, না? তিনি হলেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে শ্রীময়ীর শাশুড়ি। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বর্তমান প্রজন্ম তাঁকে চিনলেও তিনি একজন এভারগ্রীন অভিনেত্রী।
এই পরিচয়েও ঠিক স্বয়ংসম্পূর্ণ হল না, তাঁর আরও একটা পরিচয় আছে, তিনি হলেন ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের মুখ্য অভিনেতা কৌশিক সেনের মা। তাঁর জয়যাত্রা শুরু হয়েছিল বাংলা নাট্যমঞ্চ থেকে। এরপর একে একে বড় পর্দা থেকে ছোটো পর্দা সবেতেই তাঁর অবাধ চলাচল। শুরু টা হয়েছিল নাচের মধ্যে দিয়েই। নাচের জগত থেকেই আসেন অভিনয় জগতে। তাঁর প্রথম সিনেমা ১৯৫৮ সালের যৌতুক। এরপর একে একে অনেক ছবিতে অভিনয় করেন।
বড় পর্দায় কাজ করতে করতে চলে আসেন ছোটো পর্দায়। ২০১১ সালের ‘রইল ফেরার নিমন্ত্রণ’ দিয়ে শুরু হয় পথচলা। আর শেষ বার দেখা গিয়েছিল ‘খড়কুটো’ তে। খড়কুটো কয়েকদিন হল শেষ হয়েছে। শেষ হয়েছে মানেই যে অভিনয় জীবনের বিরতি নেবেন তা কিন্তু নয়। আবার দেখা গেল নতুন ধারাবাহিকে। এবারেও তাঁর ভূমিকা সেই জাঁদরেল শাশুড়ির।
স্টার জলসার পর্দায় আসছে নতুন একটি ধারাবাহিক, ‘মেয়েবেলা’ (Meyebela)। এই ধারাবাহিকে রয়েছেন অভিনেত্রী রুপা গাঙ্গুলী, খেলাঘর সিরিয়ালের পূর্ণা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার , ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ খ্যাত অভিনেতা অর্পণ ঘোষাল সহ আরও অনেকে। আর এখানেই দেখা গেল চিত্রা সেনকে।
রূপা গাঙ্গুলীর শাশুড়ির চরিত্রে দেখা মিলবে তাঁর। তাঁর লুক টা একটু অন্যরকম। মাথায় সাদা চুল, চোখে মোটা ফ্রেমের বড় চশমা, কথায় রয়েছে কাঠখোট্টা সুর। এই লুক দেখে অনুরাগীরা বেশ প্রশংসাই করেছেন। এক অনুরাগী তাই বলছেন, ‘ভাল, অনেকদিন বাদে কোনো বাংলা ধারাবাহিকের প্রোমো ভাল লাগলো। রূপা গঙ্গোপাধ্যায় আর চিত্রা সেনকে একসঙ্গে কাজ করতে দেখে ভাল লাগছে। আশা করবো..নির্মাতারা মান রাখবেন’।