একের পর এক অসাধারণ চরিত্রে অভিনয়ে মন কেড়েছেন দর্শকের! আবার নতুন রূপে পর্দায় ফিরছেন অভিনেত্রী দেবপর্ণা

টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি মুখ দেবপর্ণা চক্রবর্তী (পাল চৌধুরী) (Debaparna Chakraborty)। চিনতে পারছেননা বোধহয়। ‘বোঝে না সে বোঝেনা ‘- এর অরণ্যের দিদি বললে সকলেই চেনেন।

Saranna

actress debaparna chakraborty coming back on acting soon

টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি মুখ দেবপর্ণা চক্রবর্তী (পাল চৌধুরী) (Debaparna Chakraborty)। চিনতে পারছেননা বোধহয়। ‘বোঝে না সে বোঝেনা ‘- এর অরণ্যের দিদি বললে সকলেই চেনেন। এই ধারবাহিকের আগে অনেক ধারাবাহিকে অভিনয় করলেও, এই ধারাবাহিক তাঁকে সুখ্যাতি এনে দিয়েছে। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য ধারাবাহিক হল, ‘নেতাজী’, ‘ভানুমতির খেল’, ‘স্বপ্ন উড়ান’, ‘পুন্যি পুকুর’। ত্রিনয়নীর পর আর খোঁজ মেলেনি অভিনেত্রীর।

২০২০ সালে অভিনেত্রী দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামী শুভ্রজ্যোতি পালচৌধুরী পেশায় একজন উদ্যোগপতি এবং ব্যবসায়ী। বিনোদন জগতে এসজে নামেই বেশি পরিচিত। অভিনেত্রীর স্বামীর বিভিন্ন জায়গায় রাইভাল ফিটনেস নামে জিম রয়েছে। এই জিম থেকেই বন্ধুত্বের সূত্রপাত। তারপরেই বেশ ধূমধাম করে বিয়ে করেন।

debaparna chakraborty

বিয়ের পর এল কোভিড। কোভিডে হারিয়েছেন অনেক প্রিয় মানুষকে। আর সেই কারণেই শ্যুটিং বন্ধ রেখেছিলেন। চুটিয়ে সংসার করছেন। তবে এখন তো সব স্বাভাবিক তাহলে এখন দেখা মিলছে না কেন? অভিনেত্রীর খুব শীঘ্রই দেখা মিলবে। জি বাংলা সিনেমাতে একটি ছবি আসছে যার নাম ‘অন্দরমহল’ এই ছবিতে দেখা মিলবে। ছোটো পর্দাতেও দেখা মিলবে, অভিনেত্রী অপেক্ষা করছেন ভালো চরিত্রের।

উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালো নাচ করেন। ছোটো থেকেই নাচের প্রতি ছিল প্রবল আগ্রহ। সেই ভালোবাসায় তাঁকে অভিনয় জগতে স্বীকৃতি দিয়েছে। ‘স্নো হোয়াইট’ নামক ডান্স ড্রামা করতে গিয়ে অভিনেত্রী বুঝলেন, অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা আছে। বাড়ির সবাই যেহেতু যাত্রা করতেন, তাই রক্তে অভিনয়টা ছিল। সেই থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা। এরপর থিয়েটার করতে থাকেন, অডিশন দিতে থাকেন।

debaparna paul chowdhury

অডিশন দিয়ে সুযোগ পান অভিনয়ের। আকাশ আটের সাহিত্যের সেরা সময় সিরিজের ‘পাতালকন্যা’ সিরিজ দিয়ে অভিনয় যাত্রা শুরু হয়। এরপর ছোটো ছোটো চরিত্র দিয়ে শুরু করেন অভিনয় জীবন। দেখতে দেখতে ১৭ টা বছর কাটিয়েছেন ইন্ডাস্ট্রি জগতে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে অভিনয় জগতে প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘প্রথম যেদিন আমার শ্যুটিং এর কল ছিল, সেদিন গিয়েছিলাম সকাল সাতটায়, কিন্তু রাত এগারোটা পর্যন্ত বসিয়ে রেখেও আমাকে দিয়ে কোনো অভিনয় করানো হয়নি। সেদিন বুঝেছিলাম, অভিনয় জগতে থাকতে হলে ধৈর্যের প্রয়োজন, শুধু অভিনয় জগতে নয়, জীবনে এগিয়ে যেতেও দরকার ধৈর্যের’।

Related Post