‘শেষ মুহূর্তে ছবি থেকে বাদ’, টলিউডে কাস্টিং কাউচ নিয়ে অকপট দেবলীনা!

সাধারণ মানুষ থেকে সেলেব্রেটি সবার জীবনেই রয়েছে একটা কালো অতীত। এই কালো অতীতের সম্মুখীন হতে হয় সকলকেই। কেউ সেগুলো ভুলে যায় আর কেউ সেগুলো মনে

Saranna

actress debleena dutta openup about tollywood casting couch

সাধারণ মানুষ থেকে সেলেব্রেটি সবার জীবনেই রয়েছে একটা কালো অতীত। এই কালো অতীতের সম্মুখীন হতে হয় সকলকেই। কেউ সেগুলো ভুলে যায় আর কেউ সেগুলো মনে করে পথ চলে। কারণ  সাথে করে নিয়ে না চললে পড়তে হয় বিপাকে। তাই তো অতীতের কথা মনে রেখেছেন টলি (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta)। 

বর্তমানে  তিনি চর্চার কেন্দ্রে রয়েছেন তাঁর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। ২০২১ থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল তথাগত আর দেবলীনার বিবাহ বিচ্ছেদের কথা। কিন্তু এখনো অবধি আইনত বিচ্ছেদ হয়নি । তবে আলাদাই রয়েছেন। এইসব গুঞ্জনকে পিছনে ফেলে বর্তমানে তাঁর এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Debleena Dutt (@dats_debleena)

তাঁর জীবনের প্রথম তথাগত হলেও, তথাগতর সাথে বিয়ের আগেও কনের সাজে সেজেছিলেন দেবলীনা, কিন্তু সেই বিয়েটা সম্পন্ন হয়নি। দেবলীনার কথায়, ‘আমি চন্দন পড়ে মাথায় ফুল লাগিয়ে গয়না পড়ে বেনারসি পড়ে, আমাদের বাড়িটা আলো দিয়ে সাজানো হয়েছে আমি কনে সেজে আছি।

আরও পড়ুনঃ প্রেম করছেন রণিতা-সৌম! নীরবতা ভাঙলেন অভিনেতা, জানালেন আক্ষেপের কথাও

গেস্টরা আসছে  বড় বড় গিফট দিচ্ছে, ক্যাটারারের রান্না হয়ে গেছে, অনেককে দূরে ফিরতে হবে বলে খেয়ে চলে যাচ্ছে পুরোহিত বসে আছে কিন্তু বর এলনা।‘ কেন এমনটা হল? তাঁর কথায়, ‘আগের দিন রাত্রে সেই বর বলেছিলেন ১ টা ৪০ এ আমরা বাসর জাগব। তোর সব দাদা বৌদিদের বলিস কেউ যেন বাড়ি না যায়। সবাই মিলে বাসর জাগব। আমিও সবাইকে বলেছিলাম। 

 

View this post on Instagram

 

A post shared by Debleena Dutt (@dats_debleena)

ইন্ডাস্ট্রি নিয়ে রয়েছে কিছু ক্ষোভ। তিনি জানান, ছবির ক্ষেত্রে কথা হয়েছে স্ক্রিপ্ট রিডিং হয়েছে। কস্টিউমের মাপ নেওয়া হয়ে গেছে ডেট ফাইনাল, শেষ মুহূর্তে গিয়ে আমি ছবি থেকে বাদ হয়ে গেলাম। এবং আমাকে রিপ্লেস করল অন্য কেউ। আমার রিপ্লেসমেন্ট এতবার হয়েছে যে আমার বলতে কোনো অসুবিধা নেই। 

আমার কাস্টিং কাউচ আছে। একটা কাস্টিং ১২ টা ছবিতে,  কী করে ১২ টা আলাদা আলাদা  চরিত্রে কাজ করতে পারে? লজিকালি বলো, যদি না ফ্রাঞ্চাইজি থাকে। এতবার ফাইনাল হয়েছে, এতবার রিপ্লেসমেন্ট হয়েছে আমার খারাপ লেগেছে’।

× close ad