ছুটিতে অভিনেত্রী দীপিকা পাডুকোন! পরিবারের সাথে তিরুপতি দর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করলেন

দীপিকা পাডুকোন (Deepika Padukone) বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তিনি তার অভিনয়ের ক্যারিয়ারে দর্শককে অনেকও ছবি উপহার দিয়েছেন। তার এক একটি ছবির চরিত্র দর্শকের মনে অঙ্কিত।

Desk

actress dipika padukon at tirupati temple with her family

দীপিকা পাডুকোন (Deepika Padukone) বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তিনি তার অভিনয়ের ক্যারিয়ারে দর্শককে অনেকও ছবি উপহার দিয়েছেন। তার এক একটি ছবির চরিত্র দর্শকের মনে অঙ্কিত। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ইত্যাদি ছবিগুলিতে অভিনেত্রীর অসাধারণ অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে। অভিনয় জগতে তার কঠোর পরিশ্রম তার অভিনয়তেই ফুটে ওঠে।

কান চলচ্চিত্র উৎসব ২০২২ (Cannes Film Festival 2022)

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাডুকোন (Deepika Padukone) একজন জুরি সদস্যের দায়িত্ব .সামলেছেন। এই বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় একমাত্র জুরি সদস্য ছিলেন তিনি। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পরিবারের সাথে তিরুপতি দর্শনের কিছু ছবি তিনি শেয়ার করেছেন। প্রতি বছর অভিনেত্রী নিজের জন্মদিনে তিরুপতি দর্শনে যান। তাদের পারিবারিক পরম্পরা জন্মদিনে তিরুপতি দর্শনের। কান চলচ্চিত্রে পরিশ্রমী ব্যস্ত সময় কাটানোর পর অভিনেত্রী এখন তার বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছেন।

প্রসঙ্গত, অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসব শেষেই আবার নিজের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ এ। এখনো অবধি জানা যাচ্ছে পাঠান চলচ্চিত্রটি ২০২৩ সালে ২৫ শে জানুয়ারি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এই ছবিটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে।

এছাড়া বলিউডের অপর জনপ্রিয় অভিনেতা ঋত্ত্বিক রোশনের সাথে ফাইটার সিনেমাতেও তাকে দেখা যাবে। আর অভিনেত্রীর ঝুলিতে আছে একটি বড়ো বাজেটের মুভিতে অভিনয়ের প্রস্তাব। ওই ছবিটি একটি ইংরেজি হাস্যকর সিনেমার হিন্দি সংস্করণ হতে চলেছে যাতে থাকবেন বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন আর দীপিকার সোহো অভিনেতা হিসাবে থাকবেন অভিনেতা প্রভাস।