সুরাপানে ‘এগিয়ে বাংলা’! জামাইষষ্ঠীতে এত কোটির ‘মদ’ খেয়ে নতুন রেকর্ড জামাইদের

জামাইষষ্ঠী ( Jamai Sasthi) মানেই জামাই আদর জমিয়ে খাওয়া দাওয়া আর একগুচ্ছ আনন্দ আর উপহারের সম্ভার। প্রতিটি বাঙালি ঘরে জন্য করে জামাইয়ের জন্য রকমারি পদ

Desk

excise department shocked for record selling of alcohol on jamai Sasthi

জামাইষষ্ঠী ( Jamai Sasthi) মানেই জামাই আদর জমিয়ে খাওয়া দাওয়া আর একগুচ্ছ আনন্দ আর উপহারের সম্ভার। প্রতিটি বাঙালি ঘরে জন্য করে জামাইয়ের জন্য রকমারি পদ রান্না করেন শাশুড়িরা। কুলোর বরণ, পাখার বাতাস এক এক পরিবারের একেকরকম নিয়ম পালন। ফল মিষ্টি ছাড়া জামাইষষ্ঠী সম্পূর্ণ হবে না। ফলাহারে সাজানো হয় আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি।

প্রতি বছর এমনি চেনা এক দৃশ্য ফুটে ওঠে জামাইষষ্ঠীর ( Jamai Sasthi) ক্ষনে। তবে এবারের জামাইষষ্ঠী রেকর্ড গড়ে তুললো। এবারে জামাইষষ্ঠী পড়েছিল রবিবার। কাজেই জামাইরা সকলেই প্রায় শ্বশুরবাড়ি আদর খেতে পৌঁছে গিয়েছিলেন। তবে রবিবার জামাইষষ্ঠী পড়াতে যে রাজ্যে জামাইষষ্ঠীর এমন প্রভাব পড়বে তা ভাবতে পারেননি কেউ।  জামাইষষ্ঠীতে এক অভিনব রেকর্ড গড়ে তুলল রাজ্য। মদ বিক্রিতে রেকর্ড করেছে এবার জামাইষষ্ঠী।

excise department shocked for record selling of alcohol on jamai sasthi

জামাইষষ্ঠীর নতুন রেকর্ড (Jamai Sasthi New Record)

বিভিন্ন জেলায় জেলায় মদ (Alcohol) বিক্রির মাত্রা ছিল অতিরিক্ত। যেকোনো অনুষ্ঠানেই মদ বিক্রির হার বেড়ে যায় কিন্তু এতো ব্যাপকতা খুব একটা দেখা যায় না। এবারের জামাইষষ্ঠী এমনই রেকর্ড তৈরী করেছে। এই জামাইষষ্ঠীতে কয়েক কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি পরিমানে মদ বিক্রি হয়েছে সব জেলাকে ছাপিয়ে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিষাক্ত মদের জেরে অনেকের মৃত্যু ঘটে আবগারি আধিকারিকরা (Excise Department) অনেক গুলি মদের দোকান বাজেয়াপ্ত করেছিলেন। সাথে বেশ কিছু মদ তৈরির কোম্পানির সরঞ্জামও বাজেয়াপ্ত করেছিলেন। ফলে মোদের দামে কিছুটা ঘাটতিও আনা হয়েছিল। মদের দামে ঘাটতি আসতেই বিলিতি মদও সকলের দামের আওতায় এসে গিয়েছিলো আর তাই আবগারি আধিকারিকরা মনে করছেন মোদের এই পরিমান বিক্রি বেড়েছে।

আরও পড়ুনঃ জামাইষষ্ঠী জমজমাট! সোশ্যাল মিডিয়ায় জামাই আদরের একগুচ্ছ ছবি শেয়ার করলেন তারকা জামাইরা

যদিও মদের দামে ঘাটতি আসলেও মানুষের মধ্যে বিলিতি মদের থেকে দেশি মদের চাহিদাই বেশি দেখা গিয়েছে। আবগারি আধিকারিকদের পরিসংখ্যান অনুযায়ী, এবারের জামাইষষ্ঠীতে মদ বিক্রি হয়েছে প্রায় ৪ কোটি ৮০ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকার। এই পরিসংখ্যান দেখে আবগারি আধিকারিকরা জানান বর্ষবরণ বা পুজোতে মদ বিক্রির এমন পরিসংখ্যান দেখা গিয়ে থাকে। জামাইষষ্ঠীতে এমন বিক্রির হার দেখে তারা সত্যিই অবাক হয়েছেন।

Related Post