আবার একফ্রেমে ‘কৃষ্ণকলি’ পরিবার! ‘বাংলা মিডিয়াম’-এ নতুন চমক

স্টার জলসার (Star Jalsha) অপর একটি সিরিয়াল হল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই সিরিয়ালটি জী বাংলার একসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’র জুটিকে নিয়ে গড়ে তোলা হয়েছিল।

Nandini

actress nibedita mukherjee coming on bangla medium serial

স্টার জলসার (Star Jalsha) অপর একটি সিরিয়াল হল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই সিরিয়ালটি জী বাংলার একসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’র জুটিকে নিয়ে গড়ে তোলা হয়েছিল। বর্তমানে পুরোনো জনপ্রিয় জুটি ফিরিয়ে আনা বাংলা ধারাবাহিকের নতুন ট্রেন্ড বলা যায়। একের পর এক পুরোনো জুটি ফিরিয়ে আনা হয়েছে নতুন ভাবে।

তবে সকলেই যে সফল এমনটা বলা যায়না। কেউ কেউ ব্যর্থ হয়েছেন। খুব কম সময়েই কিছু গল্প বন্ধ হয়ে গেছে। তবে ‘বাংলা মিডিয়াম’ এখনও চলমান। এবার এই ধারাবাহিকে আসতে চলেছে ‘কৃষ্ণকলি’র অপর এক অভিনেত্রী। অভিনেত্রী নিবেদিতা মুখার্জী। যিনি নিখিল চরিত্রটির মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

actress nibedita mukherjee coming on bangla medium

এবার তিনি বাংলা মিডিয়ামে নতুন চরিত্রে ফিরছেন। এই ধারাবাহিকে তার নাম বা চরিত্র কোনোটাই এখনও স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই হয়তো তাকে দেখা যেতে চলেছে ধারাবাহিকে। এই খবর প্রকাশ পেতেই অনেকে মন্তব্য করেছেন কৃষ্ণকলি পরিবারের আরও এক সদস্য যোগ হচ্ছে বাংলা মিডিয়ামে।

সম্প্রতি, এই ধারাবাহিকে ঠাম্মি চরিত্রটি মারা গেছেন। তাই গোটা পরিবারে শোকের ছায়া। ইন্দিরা আর বিক্রমের মাঝে এখনও সবটা ঠিক হয়েও অপূর্ণ থেকে গেছে। তবে ইন্দিরা অনেক কিছুই জানতে পেরেছে যা বিকি ওরফে বিক্রমের এখনও জানা বাকি। বিকির সৎ মা কি পরিকল্পনা করে রেখেছে তা বিকি বা তার দিদি জানেনা।

new character entry on bangla medium serial

তবে ইন্দিরা এতো সহজে সকলকে ছাড়বেনা। তাকে বরাবরই একটা প্রতিবাদী চরিত্র হিসাবে দেখানো হয়েছে। গ্রামের থাকার কারণে ও বাংলা মিডিয়ামে পড়াশুনা করার কারণে একদিন ইন্দিরার বিয়ে ভেঙে যায় তবে সে ভেঙে পড়েনি। ক্ষত বুকে আগলে ইংরেজি মিডিয়ামে শিক্ষিকা হতে আসে। এবং সে তার যোগ্যতা প্রমান করেও দেখায়। আর শেষমেষ যার সাথে বিয়ে হয় পরে জানতে পারে একদিন সেই তাকে বিয়ের দিন বিয়ে করতেই আসেনি। এককথায় ঠকিয়েছিল।

× close ad