ভুল মানুষের প্রেমে পড়েছিলেন ‘পর্ণা’! প্রথবার নিজের জীবন নিয়ে মুখ খুললেন পল্লবী

লাইমলাইটে থাকা মানেই ব্যক্তিগত জীবন খুবই শৌখিন, খুবই সুন্দর, একেবারে যেন এক্সট্রা অর্ডিনারী। একটা আলাদা জীবন লিড করেন। এই ধারণা আমাদের মত সাধারণ কিছু মানুষের

Saranna

actress pallavi sharma openup about her real life

লাইমলাইটে থাকা মানেই ব্যক্তিগত জীবন খুবই শৌখিন, খুবই সুন্দর, একেবারে যেন এক্সট্রা অর্ডিনারী। একটা আলাদা জীবন লিড করেন। এই ধারণা আমাদের মত সাধারণ কিছু মানুষের ভাবনা। কিন্তু এই ভাবনা যে সবসময় সঠিক হয়, তা কিন্তু নয়, অনেকেরই জীবন ছিল বা আছে যার অনেকটা অংশ কাঁটা বিছানো। তেমনই কাঁটা বিছানো জীবন কাটিয়েছেন অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)।

এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) তে। পর্ণার ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে। সকলেরই খুব কাছের হয়ে উঠেছে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল, ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা হিসেবে। ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও অনেকেই তাঁকে জবা নামেই চেনে। এতটাই তাঁর জনপ্রিয়তা।

neem phuler modhu actress pallavi sharma

ধারাবাহিক শেষ হয়েছিল ২০২০ তে। এরপর আর তাঁকে দেখা যায়নি, অভিনয়ের পর্দায়। কিন্তু কেন এত বিরতি। তিনি জানিয়েছেন, ধারাবাহিক করার ফলে খুবই ব্যস্ত থাকতেন, মাসে একটা দিন ছুটি পেতেন। নিজেকে সময় দিতে পারতেন না। তাই নিজের শখ পূরণের জন্য বিরতি নিয়েছিলেন । শুধু তাই নয়, ‘কে আপন কে পর’ এর জবা চরিত্রটা দর্শকদের ভোলানোর জন্য এই বিরতি নিয়েছিলেন। নতুন চরিত্র নিয়ে উপস্থিত হওয়ার জন্য এই সিদ্ধান্ত। 

অভিনেত্রীকে পর্দায় প্রাণোচ্ছল দেখালেও, বাস্তব জীবনে বড়োই একা। ছোটোবেলায় হারিয়েছেন মা কে। পিসির বাড়িতে তিনি বড় হন। যখন দশম শ্রেণীতে পড়েন তখন বাবা মারা যান।  মাধ্যমিক পরীক্ষার আগে সবার মা-বাবা ডাবের জল খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে আর তিনি  হবিষ্যি খেয়ে পরীক্ষা দিতেন, এমনই এক অদ্ভুত পরিস্থিতির শিকার ছিলেন। বর্তমানে নিজের ফ্ল্যাট কিনে নিজের মতো করে থাকেন। 

pallavi sharma

প্রেমজ জীবনেও তিনি একা , এমন একজন মানুষের প্রেমে পড়েছিলেন, তিনি সঠিক ছিলেন না। যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসেন, তখন সেই ভুল মানুষের প্রেমে পড়েছিলেন। এখন তিনি একদম একা। তাঁর কথায়, ‘আমি এখন জীবনে শান্তি চাই, এমন একজনকে চাই, যার মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পাব’। 

× close ad