‘লক্ষী’ ফিরছে ঘরে! আবারও জী বাংলার নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় অভিনেত্রী প্রত্যুষা

আমাদের টলি ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রী আছেন, যারা বেশ কয়েক বছর ধারাবাহিকে কাজ করেন, তারপর আর দেখা মেলেনা। মাঝে যেন কয়েক বছরের ব্যবধান। আর ঠিক হঠাৎ

Saranna

actress pratyusha paul coming on zee bangla upcoming serial

আমাদের টলি ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রী আছেন, যারা বেশ কয়েক বছর ধারাবাহিকে কাজ করেন, তারপর আর দেখা মেলেনা। মাঝে যেন কয়েক বছরের ব্যবধান। আর ঠিক হঠাৎ করেই একদিন আবার ফিরে আসেন ধারাবাহিকে। এত ব্যবধানে তাঁদের দেখা যায় ছোটো ছোটো ফিল্মে, বিজ্ঞাপনে কাজ করতে। আবার হঠাৎ করেই চেনা জনপ্রিয় জায়গায় ফিরে আসেন। তেমনই একজন অভিনেত্রী হলেন প্রত্যুষা পাল।

টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী প্রত্যুষা পাল (Pratyusha Paul)। তিনি সকলের কাছে বেশ জনপ্রিয় ‘লক্ষী’ নামে। কারণ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এসো মা লক্ষী’ তে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন। তিনি ছিলেন টলিপাড়ার লক্ষী। ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকের হাত ধরেই শুরু হয়েছিল অভিনয় যাত্রা। এই ধারাবাহিকটি সম্প্রচার হত জি বাংলায়।

pratyusha paul coming on zee bangla upcoming serial

জি বাংলার পরে অভিনেত্রীকে দেখা গেছে স্টার জলসায় কাজ করতে। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, আবারও জি বাংলায় তিনি ফিরতে চলেছেন। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে’। এরপর আর তেমনভাবে দেখা মেলেনি। তবে এবার আসছেন জি বাংলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রত্যুষা পালের ছবি দিয়ে একএক ব্যক্তি পোস্ট করেছেন, ‘ বিগ ব্রেকিং

জী বাংলায় আসন্ন নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে এসো মা লক্ষ্মী খ্যাত অভিনেত্রী প্রত্যুষা পাল কে। বেশ অনেক দিন পর বাংলা টেলিভিশনে ফিরবে তিনি। কে কে আমার মতো এক্সসাইটেড ‘। এখনো অফিশিয়ালি কিছু জানা যায়নি, তবে প্রত্যুষা অনুরাগীদের জন্য এই খবর একটা সুখবর।

pratyusha paul

গত বছর শোনা গিয়েছিল, জেবি ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং ইকাইন্স ফিল্ম সিটির প্রযোজনার সিনেমা ‘লাভ ইউ জিন্দেগী’ -র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন। প্রত্যুষা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, অমিত সাহা, দেব প্রসাদ পাল,রাজু মজুমদারসহ অন্যান্য। কবে ছবি প্রকাশ পাবে তা এখনও জানা যায়নি।

Related Post